পীরগাছায় অপু মুনশি স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন করলেন বানিজ্য মন্ত্রী

ফজলুর রহমান, পীরগাছা(রংপুর) প্রতিনিধি 
নিয়মিত খেলাধুলার চর্চা থাকলে সমাজে দুর্নীতি, অনিয়ম, মাদক, সন্ত্রাস নিমূল করা সম্ভব। খেলাধুলার মাধ্যমে সমাজকে এগিয়ে নিতে হবে। আমরা প্রতি বছর বিভিন্ন গ্রুপে এ খেলাধুলাকে এগিয়ে নিতে চাই।  সোমবার বিকেলে রংপুরের পীরগাছায় অপু মুনশি স্মৃতি ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি।
তিনি আরো বলেন, একটি অসাধূ চক্র পিয়াজের মূল্য বৃদ্ধি করে মুনাফা হাতিয়ে নিচ্ছে।
আমরা টিসিবি’র মাধ্যমে বাজার নিয়ন্ত্রনের চেষ্টা করছি।
উপজেলা ক্রীড়া সংস্থা ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বানিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি। ইউএনও জেসমীন প্রধান এর সভাপতিত্বে এবিএম মিজানুর রহমান সাজুর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাকিম সরদার, টুর্নামেন্ট কমিটির আহবায়ক ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, পীরগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান মোস্তাফিজার রহমান রেজা, আমিনুল ইসলাম, আবুল কালাম আজাদ খাঁন, উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল কুদ্দুছ ভূইয়া, যুগ্ম সাধারন সম্পাদক আতিকুর রহমান অলিপ প্রমুখ। বানিজ্য মন্ত্রী টিপু মুনশি’র একমাত্র ছেলে অপু মুনশি’র মৃত্যুতে প্রতি বছর এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী খেলায় দেউতি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৩-০ গোলে খন্দকার আব্দুল করিম বিএম কলেজকে পরাজিত করে। খেলায় মোট ১১টি দল অংশ গ্রহন করবেন। ##




পুরোনো সংবাদ

রংপুর 7828321171995889559

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item