শেখ হাসিনা দেশকে ভালবাসেন বলে গৃহহীন মানুষদের দিচ্ছেন ঘর-বাড়ী- প্রতিমন্ত্রী ডঃ মোঃ এনামুল হক


হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডঃ মোঃ এনামুল হক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে ভালবাসেন বলে দেশের অসহায় দরিদ্র মানুষদের কল্যাণের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। জাতীর জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা দেশরতœ শেখ হাসিনা আজ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছেন বলে দেশের অসহায় দরিদ্র গৃহহীন মানুষের জন্য ঘর-বাড়ী নির্মাণ করে দিচ্ছেন।
তিনি সোমবার সকাল সোয়া ১১টায় রংপুর সদর উপজেলার হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীরের গোকুলপুর চা খাওয়াটারীতে টিআর/কাবিখা কর্মসূচির আওতায় দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপকারভোগী মাহবুবুর রহমান সহ সদর উপজেলার ৫ ইউনিয়নের ৭২ লক্ষ ২৪ হাজার টাকা ব্যয়ে নির্মিত ২৮ টি পরিবারের মাঝে এইসব নির্মিত ঘর-বাড়ি হস্তান্তর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় জেলা প্রশাসক সাকিব হাসান, সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি, উপজেলা নির্বাহী অফিসার ইসরাত সাদিয়া সুমি, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন, অত্র হরিদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, সদর উপজেলার পিআইও আব্দুল মতিন এবং ঘর-বাড়ী বাস্তবায়নকারী ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মমিন এন্টারপ্রাইজের প্রোপাইটর সহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। মাননীয় প্রতিমন্ত্রী ডঃ এনামুল হক উপকারভোগী মাহবুবুর রহমানকে দেওয়া দুই রুম, লেট্রিন সহ রান্নাঘর, ভাল করে দেখে সন্তুষ্টি প্রকাশ করেন এবং সদর উপজেলার আরও ৮০টি পরিবারের মাঝে ঘর-বাড়ী তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই সঙ্গে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই কর্মসূচি অব্যাহত থাকলে দেশের মানুষকে আর খোলা আকাশের নিচে পরিবার পরিজনকে নিয়ে আত্ম মানবতার মধ্যে জীবন-যাপন করতে হবে না।

পুরোনো সংবাদ

রংপুর 3748252352281158162

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item