পাগলাপীরে এবি নিউট্রিক গ্রুপের তৃতীয় বর্ষপূর্তী পালন

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ উৎসব মূখর পরিবেশে ও জাকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো রংপুর সদর উপজেলার পাগলাপীরের হরকলি চওড়াপাড়ায় এবি নিউট্রিক ইন্টারন্যাশনাল লিমিটেড (নিউট্রিক গ্রুপ) রংপুর এ্যাসোসিয়েশনের তৃতীয় বর্ষপূর্তী।
১৫ অক্টোবর ২০১৯ রোজ মঙ্গলবার সকাল ১০টায় পাগলাপীরের হরকলি চওড়াপাড়ায় ওয়ার্ল্ড ফেমাস ট্রেনিং ইন্সটিটিউট এ দেশের ২২টি জেলা থেকে আগত নারী-পুরুষসহ বিভিন্ন বয়সের প্রতিনিধি এবং স্থানীয় বিশিষ্ট্যজনদের সমবেতর মধ্য দিয়ে অনুষ্ঠিত উক্ত তৃতীয় তম বর্ষপূর্তী উপলক্ষ্যে আলোচনা সভা এবং বিভিন্ন পদে অধিষ্ঠিত ব্যক্তিদের ক্রেস্ট প্রদান করে তাদেরকে দেওয়া হয় সংবর্ধনা। এতে প্রধান অতিথী হিসেবে বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, মোঃ দেলোয়ার হোসেন (প্রধান উপদেষ্টা-ওয়ার্ল্ড ফেমাস ট্রেনিং ইন্সটিটিউট ও এ্যামবাসিডর, রংপুর)। মোঃ তাফাখখারুল ইসলাম ময়নার (এ্যামবাসিডর) সভাপতিত্বে বিশেষ অতিথী এমএ জামান (এ্যামবাসিডর), সেলিনা সাথী (এ্যামবাসিডর), স্বাগতম বক্তব্য রাখেন, আলহাজ্ব মোঃ ফজলুল হক বাংলা  (চেয়ারম্যান-ওয়ার্ল্ড ফেমাস ট্রেনিং ইন্সটিটিউট ও গোল্ড-রংপুর), সাবর্কি তত্ত্বাধানে ছিলেন, মোঃ সাব্বির আহম্মেদ (সিলভার)। এ সময় আমন্ত্রিত অতিথী হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাসুদার রহমান মিলন, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ কাজুলী বেগম, মিঠাপুকুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল হালিম মন্ডল ও পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক মোঃ হাবিবুর রহমান সেলিমসহ স্থানীয় বিশিষ্ট্যজন। অনুষ্ঠিত তৃতীয় তম বর্ষপূর্তী অনুষ্ঠানে এ্যাসোসিয়েশনের ৪জনকে এ্যামবাসিডর, ১৬জনকে গোল্ড, ১১০জনকে সিলভার ও ১৬০জনকে ব্রোঞ্জ পদকে ভূষিত করে প্রত্যেকের হাতে একটি করে রজনীগন্ধ্যা ফুলের তোরা, গলায় ফুলের মালা এবং ক্রেস্ট প্রদান করে দেওয়া হয় সংবর্ধনা। পদক প্রাপ্তরা এ্যামবাসিডরা হলেন, মোঃ দেলোয়ার হোসেন, তাফাখখারুল ইসলাম ময়না, এমএ জামান, সেলিনা সাথী ও গোল্ড প্রাপ্তরা হলেন আলহাজ্ব মোঃ ফজলুল হক বাংলা, আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান, আব্দুল কাহহার সিদ্দিকী, আনোয়ারুল ইসলাম, হারুন অর রশিদ, শহিদুল ইসলাম, শহিদুল্লাহ সোহেল, সাইদুর রহমান, রবিউল ইসলাম, ইদ্রিস আলী, জাকারিয়া হোসেন, মিজান, আব্দুর রশিদ, আশরাফুজ্জামানসহ আরও অনেকে। 

পুরোনো সংবাদ

রংপুর 3794171392550799186

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item