নীলফামারীতে স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥ নীলফামারীতে স্কুল ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার(২৮ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়। দেশ ব্যাপী স্কুল ব্যাংকিং প্রসারে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী নীলফামারী লীড ব্যাংক হিসেবে ব্র্যাক ব্যাংক ওই সম্মেলনের আয়োজন করে।
জেলা প্রশাসক মো. হাফিজুর রহমান চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ব্র্যাক ব্যাংক নীলফামারী শাখা ব্যবস্থাপক এসএম জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক নীলফামারীর আঞ্চলিক কার্য্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মো. আব্দুস সুলতান, ব্র্যাক ব্যাংকের হেড অফ ইমার্জিং কর্পোরেট ও  রিজিওনাল হেড রাজশাহী ও নরসিংদী ইন্দ্রজিৎ সুর, বাংলাদেশ ব্যাংক রংপুর কার্যালয়ের উপ-পরিচালক একে এম মাসুদুল ইসলাম প্রমুখ।এর আগে সকাল ১০টার দিকে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সম্মেলনে মিলিত হয়। র‌্যালীতে নীলফামারীর সকল ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকগণ অংশ নেন। সম্মেলনে ব্র্যাক ব্যাংক ছাড়াও নীলফামারীতে অবস্থিত সোনালী ব্যাংক,জনতা ব্যাংক,অগ্রণী ব্যাংক,স্টান্ডার্ড ব্যাংক,রূপালী ব্যাংক,রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, পুবালী ব্যাংক, উত্তরা ব্যাংক, পদ্মা ব্যাংক, মার্কেণ্টাইল ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, বাংলাদেশ ডেভলপমেন্ট ব্যাংক, কর্মসংস্থান ব্যাংক ও আনসার ভিডিপি ব্যাংক অংশ নেয়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 906409351008177829

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item