কুড়িগ্রামে পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: 
কুড়িগ্রামে পুলিশিং ডে’২০১৯ উপলক্ষে র‌্যালি, কেক কাটা এবং আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। “পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জেলার নাগেশ্বরী থানার আয়োজনে ২৬ অক্টোবর শনিবার এ অনুষ্ঠান হয়।
এ উপলক্ষে প্রথমে নাগেশ্বরী থানা কার্যালয়ে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। পরে থানা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে উপজেলা চত্বর মুক্ত মঞ্চে আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মিলিত হয়।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীরের সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, বিশেষ অতিথি এএসপি (সার্কেল) লুৎফর রহমান, উপজেলা নির্বাহী অফিসার নুর আহমেদ মাসুম, জেলা আওয়মিলীগের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শফিকুল বারী জিন্না, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, নাগেশ্বরী প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক, ওসি (তদন্ত) পলাশ চন্দ্র মন্ডল, ভিতরবন্দ ইউপি চেয়ারম্যান আমিনুল হক খন্দকার বাচ্চু প্রমুখ। আলোচনা শেষে চিত্রাংকন ও রচনা প্রতিযোগতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরোনো সংবাদ

কুড়িগ্রাম 5701269453217895451

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item