কুড়িগ্রামের সাবেক ছিটমহলের তরুণ-তরুণীরা পেল আইটি সাপোর্ট টেকনিশিয়ান প্রশিক্ষণ সনদ

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি : 
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ৬০ জন তরুণ-তরুণীকে ৭৮দিনের আইটি সাপোর্ট টেকনিশিয়ান প্রশিক্ষণ শেষে সনদ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন সভাকক্ষে সনদ বিতরণে উপস্থিত ছিলেন যুগ্মসচিব ও অতিরিক্ত মহাপরিচালক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর রেজাউল মাকছুদ জাহেদী, এনআইটির কর্মসূচী পরিচালক ফিরোজ সরকার, জিটিআর এর চেয়াম্যান রুবায়েত ফয়সাল, এনআইটি চেয়ারম্যান আহসান হাবিব, প্রোজেক্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন। সভাপতিত্ব করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুমা আরেফিন প্রমূখ।
প্রযুক্তি ও যোগাযোগ অধিদপ্তরের অর্থায়নে ন্যাশনাল টেকনিক্যাল অ্যান্ড ভকেশনাল কোয়ালিটি ফিকেশন ফ্রেমওয়ার্ক প্রকল্পের আওতায় গত ১৬ জুলাই প্রশিক্ষণ শুরু হয়। এতে অংশ নেয় সাবেক ছিটমহল দাসিয়ারছড়ার ৬০ তরুণ-তরুণী। দাসিয়ারছড়া সমন্বয়পাড়া উচ্চ বিদ্যালয় ও গঙ্গারহাট এমএম উচ্চ বিদ্যালয় ভেন্যূতে প্রশিক্ষণ চলে ৭৮ দিন। প্রশিক্ষণ বাস্তবায়ন করে বেসরকারি সংস্থা জেনুইন টেকনোলজি অ্যান্ড রিসার্চ লিমিটেড (জিটিআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)।
এ প্রকল্পের আওতায় কুড়িগ্রামসহ লালমনিরহাট ও পঞ্চগড় জেলার ছিটমহলগুলোর মোট ৩শ তরুণ-তরুণীকে এ প্রশিক্ষণ দেয়া হয়েছে।

পুরোনো সংবাদ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি 1984586728517008229

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item