ফুল ছিটিয়ে ও রজনী গন্ধার স্টিক দিয়ে একাদশের ছাত্রছাত্রীদের বরন

মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ ফুল ছিটিয়ে ও হাতে রজনী গন্ধার স্টিক তুলে দিয়ে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডি স্কুল এ্যান্ড কলেজ ও কিশোরীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের  একাদশ শেন্রীর ছাত্রছাত্রীদের বরন করে নেয়া হয়েছে।
এসময়  বৈরী আবহাওয়া ভেদ করে কলেজ প্রাঙ্গনে ছাত্রছাত্রীদের কলকাকলীতে ভরে উঠে।
 বুধবার সকাল ১১ টার দিকে রণচন্ডি স্কুল এ্যান্ড কলেজ মাঠে উপজেলা নির্বাহী অফিসার আবুল কালাম আজাদের  সভাপতিত্বে নবীনদের বরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম বারী পাইলট , কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুন অর রশিদ, উপজেলা আওয়ামীলীদের সভাপতি জাকির হোসেন বাবুল। উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রেজাউল ইসলাম স্বপন, সদস্য সচিব রশিদুল ইসলাম। কলেজ অধ্যক্ষ মুকুল হোসেন।
অপর দিকে বিকাল তিনটার দিকে কিশোরীগঞ্জ সরকারী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুর রউফের সভাপতিত্বে একাদশ শ্রেনীর ছাত্রছাত্রীদের নবীন বরন অনুষ্ঠানে যোগ দেন নীলফামারী ৪ আসনের সংসদ সদস্য আহসান আদেলুর রহমান , এসময় উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ থানার ওসি তদন্ত মফিজুল হক, বড়ভিটা ইউপি চেয়ারম্যান ফজলার রহমান, গাড়াগ্রাম ইউপি চেয়ারম্যান মারুফ হোসেন অন্তিক, চাঁদখানা ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান ,পুটিমারী ইউপি চেয়ারম্যান আবু সায়েম লিটন সাংবাদিক প্রমুখ।  নবীন বরন উপলক্ষে সরকারী কলেজ ও রণচন্ডি স্কুল এ্যান্ড কলেজের শ, শ ছাত্রছাত্রী বর্ণিল সাজে সেজে কলেজে আসলে কলেজ প্রাঙ্গনে অভূতপুর্ব দৃশ্যের অবতারনা করে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 3178843668743943186

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item