নীলফামারীতে যুবদলের কোন্দলে পৃথকভাবে প্রতিষ্ঠা বার্ষিকী পালনে উত্তেজনা

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥ নীলফামারীতে পৃথক পৃথক কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রবিবার(২৭ অক্টোবর) সকালে পৌরমার্কেটস্থ্য অস্থায়ী দলীয় কার্যালয় চত্বরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি। দুটি গ্রুপের কারনে কোন অনুষ্ঠানে অংশ নেন’নি জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকার ও সদস্য সচিব জহুরুল আলম।
বেলা ১১টায় অস্থায়ী দলীয় কার্যালয়ের সমানে থেকে জেলা যুবদলের ব্যানারে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি বাটার মোড়ে পৌচ্ছালে বাঁধা দেয় পুলিশ। পরে পৌর মার্কেটের সামনে গিয়ে সমাবেশ করে।
জেলা যুবদল সভাপতি এ.এইচ.এম সাইফুল্লাহ্ রুবেলের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী শামীম।
জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ্ আলম তমুর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মৎস্যজীবী দলের আহবায়ক গোলাম মোস্তফা রঞ্জু, সদস্য সচিব আইজুর ইসলাম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, সদর উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মুকুল, সহসভাপতি আসাদুজ্জামান খোকন, পৌর যুবদলের সভাপতি তৌহিদুল ইসলাম প্রমূখ।
অপর দিকে একই সময় পৌরমার্কেটস্থ জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির ব্যানারে আলোচনা সভা ও কেক কেট প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে যুবদলের একাংশের নেতারা।
প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটি আহবায়ক নূর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি মাহবুব-উর-রহমান। বক্তব্য রাখেন পৌর বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি শেফাউল আলম শেপু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সুহৃদ হোসেন।
দলের বাহিরে গিয়ে প্রতিষ্ঠা বর্ষিকী করেছেন তারা যুবদলের সাথে সম্পৃক্ত নন উল্লেখ্য করে জেলা যুবদলের সভাপতি সাইফুল্লাহ রুবেল অভিযোগ করে বলেন, জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের অংশগ্রহণে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীর আনন্দ শোভাযাত্রা বের করলে বাটার মোড়ে বাঁধা দেয় পুলিশ। পরে পৌর সুপার মার্কেট প্রাঙ্গণে সমাবেশ করি। সেখানে বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা অংশগ্রহণ করেন।
এদিকে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক নুর আলম বলেন, শুরু থেকে বর্তমান  জেলা যুবদলের কমিটিকে আমরা প্রত্যাখ্যান করে আসছি। সাংগঠনিক ভাবে তারা ব্যর্থ। গতবারও আমরা প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছি।
এবারো জেলা বিএনপি নেতাদের পরামর্শ ক্রমে ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি আমি।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোমিনুল ইসলাম বলেন, যুবদলের দু’টি গ্রুপ পৃথক পৃথক ভাবে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের কর্মসূচি ঘোষণা করে। দুই গ্রুপের মধ্যে যাতে বিশৃঙ্খলা ও  সংহিসতার ঘটনা না ঘটে সেই জন্য মিছিলটি ফিরিয়ে দেওয়া হয়। #

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 99127980400811508

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item