জলঢাকায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে কুইজ প্রতিযোগিতা

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "মেধাই সম্পদ - বিজ্ঞান ও প্রযুক্তি ভবিষ্যৎ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার অনির্বান বিদ্যাতীর্থ স্কুলের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা। আরো উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মাফরুহা বেগম, প্রধান শিক্ষক রোকনুজ্জামান চৌধুরী রোকন, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন রায়, সহকারী শিক্ষক ফিরোজ হোসেন প্রমুখ। এসময় তিনি বলেন বর্তমান প্রতিযোগীমূলক বিশ্বে প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞান মনস্ক হতে হবে। আজকের শিশুদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাবে। এজন্য তিনি শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিজ্ঞান চর্চারও আহবান জানান। পরে তিিিন বিজয়ী ৯জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহযোগীতায় কুইজ প্রতিযোগীতায় বিভিন্ন স্কুল মাদরাসার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করে।

পুরোনো সংবাদ

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি 7251891932136817703

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item