জলঢাকায় প্রাথমিক শিক্ষকদের অংশগ্রহনে আন্তঃক্লাস্টার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "সুস্থ দেহ সুন্দর মন গড়বো মোরা প্রতিজন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রাথমিক শিক্ষকদের অংশগ্রহনে আন্তঃ ক্লাস্টার ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে এ খেলার উদ্বোধন করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুর মোহাম্মদ। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার এবিএম মোকতাদির বিল্লাহ, শেখ মোশফিকুর রহমান, কৃষ্ণা কাবেরী বিশ্বাস, হারুন-অর রশীদ, হাবিবুর রহমান, দীলিপ কুমার রায়, আনোয়ারুল আলম কবির, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, রেহেনা পারভিন, লায়লা বেগম, নুরুজ্জামান, সহকারি শিক্ষক জাকারিয়া বাবু ও এমএ হালিম প্রমুখ। এসময় প্রধান অতিথি বলেন, প্রাথমিক অধিদপ্তরের বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট দেশের ফুটবলে নবজাগরণের সৃষ্টি করেছে। তাই তিনি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদের নিয়মিত খেলাধুলায় অংশগ্রহনের আহবান জানান। উদ্বোধনী খেলায় শৌলমারি ক্লাস্টার ২ - ০ গোলে বালাগ্রাম ক্লাসটারকে পরাজিত করে। শিক্ষকদের এই খেলা দেখতে বিপুল সংখ্যক দর্শক মাঠে উপস্থিত হয়েছিলেন। উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে টুর্নামেন্টে ৮টি দল অংশগ্রহন করছে।

পুরোনো সংবাদ

নীলফামারী 7130495976128559949

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item