জলঢাকায় আগাম আমন ধান কর্তন উৎসবের উদ্বোধন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "কৃষিই কৃষ্টি কৃষিই সমৃদ্ধি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় আগাম আমন ধান কর্তন উৎসব শুরু হয়েছে। সোমবার বিকেলে উপজেলার মিরগঞ্জ ইউনিয়নের পাঠানপাড়া এলাকায় এ উৎসব পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর অঞ্চল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আলী। সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ আবুল কাশেম আযাদ। আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহ মোহাম্মদ মাহফুজুল হক ও কৃষি সম্প্রসারন কর্মকর্তা মীর হাসান আল বান্না প্রমুখ। এসময় প্রধান অতিথি আগাম আমন ধান চাষ করে রবি শস্য চাষাবাদে উদ্বুদ্ধ হওয়ায় অত্র এলাকার কৃষকদের ধন্যবাদ জানান। এছাড়াও কৃষকদের দলমুখী হয়ে কাজ করার উপর গুরুত্বারোপ করে তিনি সমন্বিত আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহন করতে উপস্থিত সকলকে আহবান জানান। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠানে কৃষি কর্মকর্তা, কর্মচারী, গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ও কৃষান-কৃষানি  উপস্থিত ছিলেন

পুরোনো সংবাদ

নীলফামারী 5882858767435907538

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item