ডোমারে দূর্গাপুজায় অষ্টমীতে রাজ ভোগের আয়োজন।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে অষ্টমীতে রাজ ভোগের আয়োজন করেন, ডোমার কেন্দ্রীয় হরি সভা মন্দির ও নিউ মিলন সংঘ।
রোববার (৬অক্টোবর) ভোররাত্রী থেকে চলছে মন্ডবে মন্ডবে পুজা পাঠ।
তুলসি আরতি, শুভ অধিবাস ও ভাগবত গীতা পাঠের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন পুরোহীত দিলিপ মজুমদার ও সত্যেন্দ্র নাথ রায়। সকাল ১০টা থেকে শুরু করে রাত ৮টা পর্যন্ত রাজ ভোগের প্রসাদ বিতরণ চলবে বলে আয়োজক কমিটি জানান। অষ্টমীর দিনে বিভিন্ন এলাকা থেকে আসা ভক্তবৃন্দের উপচেপড়া ভীড় ছিল চোখে পড়ার মতো। তাদের মধ্যে নারীদের উপস্থিতি ছিল সবচেয়ে বেশী। এ সময় পূজা উদ্যাপন পরিষদের আহবায়ক রাম কৃষ্ণ রায়, যুগ্ন আহবায়ক তাপস কুমার অধিকারী, অমরজিৎ সিংহ, কেন্দ্রীয় হরি সভা মন্দিরের সভাপতি উজ্জল কাঞ্জিলাল, সাধারণ সম্পাদক অশোক আগরওয়ালা, জগবন্ধু রায়। নিউ মিলন সংঘের সভাপতি সিতানাথ কুন্ডু, সাধারণ সম্পাদক নিখিল সাহা, বিজয় ঘোষ, অসিম সাহা, কাজল সাহা, মিন্টু সাহা, উপজেলা যুবলীগের আহবায়ক গনেশ আগরওয়ালা প্রমূখ উপস্থিত ছিলেন। ৮অক্টোবর মঙ্গলবার দশমীতে সকালে সিদুর খেলার মধ্যদিয়ে দেবী দূর্গার বিহিত পুজার বিসর্জন হবে। মায়ের আগমনে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবার মাঝে সুখ শান্তি ফিরে আসুক এবং সকলের জীবনে কল্যান বয়ে আনুক এটাই প্রত্যাশা করেন পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি রাম নিবাস আগরওয়ালা জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 6294748892606677791

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item