নীলফামারীতে এমপি নুর ও ডিআইজির পূজামন্ডপ পরিদর্শন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥ নীলফামারী জেলা সদরের বিভিন্ন দুর্গাপুজা মন্ডব পরিদর্শন করেছেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নুর। রবিবার(৬ অক্টোবর) সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত তিনি পুজা মন্ডপ পরিদর্শন ও ব্যাক্তিগত অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ সহ জেলা ও উপজেলা এবং পৌর আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন গুলোর নেতাকর্মীরা।
অপর দিকে একই দিন রাতে নীলফামারী সদর ও সৈয়দপুর উপজেলার বিভিন্ন পুজামন্ডব দর্শন করেন  রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম। রাতে এমপি নুর যখন নীলফামারী শহরের কেন্দ্রীয় আনন্দময়ী কালিবাড়ি মন্দিরে দুর্গাপুজা পরিদর্শন করছিলেন সেখানে উপস্থিত হন ডিআইজি। এ সময় নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন উপস্থিত ছিলেন।
এখানে তাদের অভ্যার্থনা জানায় কালিমন্দিরের সভাপতি এ্যাডঃ অক্ষয় কুমার রায়, সাধারন সম্পাদক তাপস কুমার রায় সহ ভক্তরা। এখানে অতিথিরা উপভোগ করেন আরতি।
অপর দিকে ডিআইজি ওই রাতে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কেন্দ্রীয় পূজামন্ডপে আসেন। এ সময় তিনি পূজা উদ্যাপন পরিষদের লোকজনের সাথে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। ডিআইজি কেন্দ্রীয় পূজা মন্ডপের সার্বিক পরিস্থিতি দেখে তিনি সন্তোষ প্রকাশ ও প্রশাংসা করেন।#

পুরোনো সংবাদ

নীলফামারী 4468194643456708607

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item