ডোমারে সাবেক ডিডি তবিবর রহমান আর নেই।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে সাবেক ডিডি তবিবর রহমান আর নেই।
তার মৃত্যুতে এলাকার শিক্ষক মহলসহ সর্বস্তরে শোকের ছাঁয়া নেমে এসেছে। গত কাল বুধবার (২৩অক্টোবর) রাত ০২.১০ মিনিটে পৌর এলাকার পশ্চিম বোড়াগাড়ী কলেজ পাড়ায় তার নিজ বাস ভবনে শেষ নিঃস্বাস ত্যাগ করেন। ইন্না নিল্লাহি ........রাজিউন।
বৃহস্পতিবার বিকাল ৩টায় ডোমার কেন্দ্রীয় ঈদগাঁহ ময়দানে জানাযার নামাজ শেষে পাশ্বে কবরে দাফন করা হয়। তার জানাজায়, শিক্ষক মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। তবিবর রহমান উক্ত এলাকার মৃত রমজান আলীর প্রথম পুত্র ও শালকী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোবারক হোসেনের বড়ভাই। তার জীবদ্দশায় দেবীগঞ্জ এনএন সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন এবং পরে প্রমোশন নিয়ে নীলফামারী জেলার ডিডি’র দ্বায়িত্ব পালন করেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ১টি পুত্র সন্তান ও ৫কন্যা সস্তান সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ডোমার বহুমূখী উচ্চ বিদ্যলয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার আমির হোসেন, ডোমার রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মৃতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন। পরিবারের পক্ষে ভাই তোবারক হোসেন মৃতের আত্মার মাগফেরাত কামনায় আত্বীয় স্বজন ও সকলের কাছে দোয়া কামনা করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5863842022272385282

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item