ডোমারে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“পুুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গী-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ অনুষ্ঠিত হয়েছে।
কমিউনিটি পুলিশিং ফোরাম আয়োজিত ও ডোমার থানার সহযোগিতায় শনিবার (২৬অক্টোবর) সকাল ১১টায় থানা চত্ত্বর হতে একটি বর্ণাঢ্য র‌্যালি পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা হলরুমে এক আলোচনা সভায় মিলিত হয়।
থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা। বিশেষ অতিথি হিসাবে, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) জয়ব্রত পাল, উপজেলা আ’লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, ডোমার পৌরসভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, উপজেলা যুবলীগের আহবায়ক ও বোড়াগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিমুন, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, চিলাহাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোজাফ্ফর আলী প্রমূখ বক্তব্য রাখেন। এ ছাড়াও উপজেলা সকল ইউপি চেয়ারম্যান, গ্রাম পুলিশ, কমিউনিটি পুলিশের সদস্যগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সন্ত্রাস, মাদক, জুয়া, বাল্য বিবাহ প্রতিরোধে শুধু পুলিশ নয়, পুলিশের পাশাপাশী সুধীজন, রাজনীতিবিদ, সাংবাদিকসহ এলাকার  সচেতন ব্যাক্তিদের এগিয়ে আসার আহবান জানান।

পুরোনো সংবাদ

নীলফামারী 3646739096774984414

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item