১ কেজি পেঁয়াজের দামে ৫ কেজি চাল

এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ সারাদেশের হাট-বাজার গুলোতে যখন পেঁয়াজের দাম দিনদিন বৃদ্ধি পেয়ে চলছে, তখন বসে নেই নীলফামারী জেলার প্রতিটি উপজেলার হাট বাজারের কাঁচামাল ব্যবসায়ীরা। বর্তমানে ১কেজি পেঁয়াজ ১৩৫-১৪০টাকায় বিক্রি হচ্ছে।
অপরদিকে ১কেজি মোটা চাল ২২-২৩ টাকায় বিক্রি হচ্ছে। সেই দিক বিবেচনা করে দেখা যায়, ১কেজি পেয়াজের দামে ৬ কেজি চাল। নি¤œ আয়ের পরিবারগুলো আজ প্রায় পেঁয়াজ কেনার কথা ভুলেই গেছে। বর্তমানে নীলফামারী জেলার ডোমার উপজেলার প্রতিটি হাট-বাজার সহ চিলাহাটির বাজারগুলোতে পাল্লা দিয়ে পেঁয়াজের দাম দিনদিন বেড়েই চলছে। ঠিক একই কায়দায় আলু, পটল, পেঁপে, লাউ, ঝিঙ্গা, করলা, বেগুন, কচুরবই, মুলা, মরিচ এমকি শাকসবজির দামও বৃদ্ধি পেয়েই চলছে। বর্তমানে এই বাজারগুলোতে নতুন সবজি হিসেবে স্থান পেয়েছে বাধাকপি, ফুলকপি, সিম, গাজর, টমেটো এগুলোর মূল্য আকাশ ছোয়া। আগামীতে একজন নি¤œ আয়ের মানুষ তার পরিবারের সদস্যদের মুখে ভাতের সঙ্গে তরকারি দিতে হিমশিম খাবে। প্রতিটি এলাকায় বাজার মনিটরিং করার জন্য প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা থাকলেও এই এলাকায় প্রশাসনের কোন দৃষ্টি নেই। সেই কারনেই কাঁচামাল ব্যবসায়ীরা নিজের ইচ্ছে মত দাম নিচ্ছে ।

পুরোনো সংবাদ

নীলফামারী 5687174657520573023

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item