ডোমারের শিশু অমিত কে বাচাঁতে বাবা মায়ের আকুতি।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
দুরারোগ্য ব্যাধির করাল গ্রাসে ফুটফুটে অমিতের জীবন প্রদীপ আজ নিভে যেতে বসেছে।
হতদরিদ্র পিতার একমাত্র আদরের সন্তানকে বাঁচাতে ইতিমধ্যে তাদের সর্বস্ব খুইয়ে আজ তারা সর্বশান্ত। এখন তাদের ভরসা বিত্ত্বশালী স্বহৃদয়বান ব্যক্তিদের উপর। আপনাদের একটু সহানুভুতিই  বাঁচাতে শিশু অমিত (১০) এর জীবন। সে বর্তমানে কিডনির জটিল রোগে আক্রান্ত হয়ে ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের নেপ্রলজি শাখায় ড. ওলিয়ার রহমানের চিকিৎসাধীন রয়েছে। তার চিকিৎসায় প্রচুর অর্থের প্রয়োজন। অমিতের পিতা ডোমার পৌর এলাকার ছোটরাউতা সাহাপাড়া গ্রামের দয়াল ভৌমিক জানান, দীর্ঘদিন ধরে ছেলের চিকিৎসা করে আমি এখন নিস্ব। কোন সহৃদয়বান ব্যাক্তি আমার শিশুটিকে বাঁচাতে সাহায্য করলে আমি তাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবো। আমি প্রধান মন্ত্রিসহ দেশের সকল বিত্ত্বশালী ব্যক্তিদের কাছে সাহায্যের আবেদন করছি। আপনাদের  সাহায্য ও সহযোগিতায় ফিরে পেরে পারি আমার সন্তানের জীবন। এ বিষয়ে মোবাইল নম্বর-০১৭৭৪-৭২৬৩০৮, অথবা ছোটরাউতা সাহাপাড়া,পৌরসভা,ডোমার, নীলফামারী এই ঠিকানায় যোগাযোগের অনুরোধ করেন শিশু অমিতের পরিবার।

পুরোনো সংবাদ

নীলফামারী 6325516001752563614

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item