ফুলবাড়ীতে শিক্ষার্থীদের নিয়ে বিজিবি’র চোরাচালান, মাদক, মানব পাচার বিষয়ক সভা

মেহেদী হাসান উজ্জল,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি দিনাজপুরের ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের উদ্যোগে ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ কলেজের শিক্ষার্থীদের নিয়ে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সীমান্ত বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে আয়োজিত সীমান্তে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক, মানব পাচার, হত্যা প্রতিরোধে সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফউল্লাহ আবেদ, এসজিপি। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস ও বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. মাহাতাব উদ্দিন। এছাড়াও বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোছা. নাজনীন আক্তার, সহকারী অধ্যাপক মিনা দেবী, সহকারী অধ্যাপক গোলাম কিবরিয়া, প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের নায়েক মো. কাওসার হোসেন প্রমুখ।
শেষে বিজিবিতে চাকরি সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিজিবি ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. শরীফউল্লাহ আবেদ, এসজিপি। অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ পাঁচ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন। #

পুরোনো সংবাদ

দিনাজপুর 8087839551054298846

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item