দিনাজপুরে আনসার ভিডিপি’র দুর্গোৎসব ভাতা বিতরণ অনুষ্ঠিত

আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥ দিনাজপুর জেলায় খাদ্য সমাপ্তকৃত শারদীয় দুর্গাপূজায় অঙ্গিভূত আনসার ভিডিপি’র সদস্য/সদস্যাদের মাঝে ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর মঙ্গলবার দুপুরে আনসার-ভিডিপি জেলা কার্যালয় মাঠে জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দিনাজপুর এর আয়োজনে ১৫৭টি গ্রুপে ভাতা বিতরণ অনুষ্ঠিত হয়।
জানা গেছে, দিনাজপুর জেলায় ১৩টি উপজেলায় শারদীয় দুর্গাপূজায় জেলার ১২শ ৩৩টি পূজা মন্ডপে ৬ হাজার ২৫৭ জন আনসার-ভিডিপি সদস্য-সদস্যা দায়িত্ব পালন করে। দৈনিক ৫২৫ টাকা হারে পিসি-এপিসি আনসার সদস্যরা প্রতিজন ২ হাজার ৬১৫ টাকা ও সাধারণ আনসার সদস্যরা দৈনিক ৪৭৫ টাকা হারে ২ হাজার ৩৬০ টাকা করে প্রদান করা হয়। জেলার সদরে ৮৪০ জন, বিরলে ৪২৭, চিরিরবন্দরে ৪৭২, পার্বতীপুরে ৭৫১, বীরগঞ্জেও ৮৫১, বোবাগঞ্জে ৪৩৭, কাহারোলে ৪৭২, খানসামায় ৬৪১, ফুলবাড়িতে ২৭১, বিরামপুরে ২৩৫, নবাবগেঞ্জ ৩৮০, হাকিমপুরে ১০৪ ও ঘোড়াঘাটে ১৭১ জন আনসার -ভিডিপি’র সদস্য-সদস্যাদের মাঝে দুর্গ্যৎেসবের ভাতা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আনসার-ভিডিপি কমান্ড্যান্ট মোঃ আব্দুল মজিদ। এছাড়া সদর উপজেলা মহিলা প্রশিক্ষিকা মর্জিানা বেগম, সহ আনসার ভিডিপি’র সদস্য-সদস্যরাবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনাজপুরে আনসার-ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট আব্দুল মজিদ বলেন, সুষ্ঠু বাছাই কার্যক্রমের মধ্যদিয়ে সদ্য সমাপ্তকৃত দুর্গাপূজায় খানসামা-ভিডিপি সদস্যরা যথাযথভাবে কোন ধানের অপ্রীতিকর ঘটনা ছাড়াই তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করেছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কাধে কাধ মিলিয়ে বিভিন্ন সময়ে দেশের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে।

পুরোনো সংবাদ

দিনাজপুর 2424923289594692414

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item