দেবীগঞ্জে পরিবেশের ভারসম্য রক্ষায় তালের বীজ বপন

মোঃ মোজাহারুল আলম জিন্নাহ্ (রানা),সিনিয়র রিপোর্টার-
ঃ পরিবেশের ভারসম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ ও ভাঙনের কবল থেকে সুরক্ষায় পঞ্চগড়ের দেবীগঞ্জে ৫ হাজার তালবীজ বপন করা হয়েছে।
বুধবার সাড়ে ১২ টার সময় এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চিশ্তী ও উপজেলা নির্বাহী কর্মকতা প্রত্যয় হাসান ।নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভলপমেন্ট শীর্ষক প্রকল্পের আওতায় নিয়মিত রক্ষনাবেক্ষনের লক্ষ্যে পাকা সড়ক পামুলি ইউপি অফিস হতে শমলুর হাট ভায়া খোচাবাড়ী হাট, শালডাংঙ্গা আর এন্ড এইচ জিপি স্কুল হতে সাকোয়া জিসি পাকা রাস্তা পর্যন্ত তালবীজ বপন করা হয়।
এ উপলক্ষ্যে শালডাংঙ্গা আর এন্ড এইচ জিপি স্কুল হতে সাকোয়া জিসি পাকা রাস্তার দুই পাশে বপনের উদ্ধোধন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।

আরো উপস্থিত ছিলেন শালডাংঙ্গা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী  মাসুম ,উপজেলা প্রকৌশলী  মমিনুল ইসলাম  প্রমুখ।

এসময় বক্তারা বলেন, তাল গাছ লম্বা হওয়ায় ঘূর্ণিঝড় ও বজ্রপাতসহ সকল প্রকার প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে আমাদের রক্ষা করে। দেশে বজ্রপাতের মাত্রা বৃদ্ধি পাওয়ায় তা প্রতিরোধে এ কর্মসূচী হাতে নেয়া হয়েছে। 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2063380109702282239

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item