পাগলাপীরে উঠান বৈঠকে চেয়ারম্যান ইকবালের পক্ষ্যে ভোট চাইলেন-ববি

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ রংপুর সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী মহিলা যুবলীগের সাধারণ সম্পাদক মোছাঃ নাছিমা জামান ববি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা আওয়ামীলীগ সভানেত্রী দেশরত্ন শেখ হাসিনা দেশের উন্নয়নকে ভালবাসেন। ফলে আজ পুরো দেশে জুড়ে চলছে উন্নয়নের মহাযজ্ঞ। সেই ধারাবাহিকতায় ও তারই দেওয়া বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়নমূখী নানা প্রকল্প বাস্তবায়নের কারণে আজ সদর উপজেলার ৫ইউনিয়নে ব্যাপক উন্নয়ন হয়েছে।
বিশেষ করে হরিদেবপুর ইউনিয়নে দৃশ্যমান উন্নয়ন হয়েছে। তবে সবকিছু সম্ভব হয়েছে এ ইউনিয়নের জনগণ ইকবাল হোসেন এর মতো যোগ্য ব্যক্তিকে চেয়ারম্যান নির্বাচিত করার কারণে এবং জনগণের প্রতি ইউপি চেয়ারম্যানের অগাধ ভালবাসা ও আন্তরিকতার কারণে। ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেনকে ইঙ্গিত করে জনগণের উদ্দ্যেশে নাছিমা জামান ববি আরও বলেন, আগামী ২-৩ মাস পর এ ইউনিয়ন পরিষদের ভোট হবে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে আপনারা যোগ্য ব্যক্তিকে দল, মত নির্বিশেষে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করবেন বলে আমি বিশ্বাস করি। তিনি  সোমবার দুপুর ১২টায় হরিদেবপুর ইউনিয়নের পাগলাপীরের গোকুলপুর চা খাওয়া নামক গ্রামে একটি আশ্রয়ন প্রকল্পের উদ্বোধন শেষে উপকারভোগী পরিবার মাহবুবুর রহমান এবং গ্রামের জনগণের ডাকা আয়োজিত এক উঠান বৈঠকে উপরোক্ত কথা গুলো বলেন। অত্র হরিদেবপুর ইউপি চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন ছাড়াও উক্ত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শওকত হোসেন যাদু, জাহাঙ্গীর হোসেন, চান মিয়া, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য রঞ্জিনা আক্তার আদুরী, রহিম বেগম, আওয়ামীলীগ সদর উপজেলার কার্যনির্বাহী কমিটির সদস্য পলাশ চন্দ্র রায়, কাজল মিয়া, পাগলাপীর মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রহিদুল ইসলাম অহেদুল, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা বাবুল মিয়া, কালাম মিয়া, হালিম মিয়া, আতাউর রহমান ঢাংগা, মজিবর রহমান, ৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও অত্র ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী মোঃ সাইয়াদুল ইসলাম সহ বিশিষ্ট্যজনরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত উঠান বৈঠকে হরিদেবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন উপস্থিত নারী-পুরুষ ভোটার সহ জনগণের উদ্দেশ্যে বলেন, আমি চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর গত পৌনে ৫ বছরে ব্যাপন উন্নয়ন সাধনের ফলে কাঁদামুক্ত করেছি ইউনিয়নবাসীকে। তাই এই  ইউনিয়নের দৃশ্যমান উন্নয়ন ও উন্নয়নের ধারাবাহিকতায় অব্যাহত রাখতে আগামী ইউপি নির্বাচনে পূণরায় চেয়ারম্যান পদে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আপনাদের মূল্যবান ভোট সহযোগিতা ও দোয়া প্রার্থনা কামনা করছি।

পুরোনো সংবাদ

রংপুর 5616761027687453677

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item