নীলফামারীতে বিএনপি দুই ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৯ অক্টোবর॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নীলফামারী সদর উপজেলা ও পৌর শাখার দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(১৯ অক্টোবর) নীলফামারী পৌরসভা মিলনায়তনে জাতীয় ও দলীয় পতাকা এবং পায়রা উড়িয়ে পৌর বিএনপি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকার।
সকাল সাড়ে ১১টার দিকে পৌর বিএনপির আহবায়ক মাহবুব উর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম।
পৌর বিএনপির সদস্য সচিব আল মাসুদ আলালের সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েল, আনিসুর রহমান কোকো, সদর উপজেলা বিএনপির আহবায়ক রাহেদুল ইসলাম দোলন, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক মারুফ পারেভজে প্রিন্স প্রমূখ।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিকাল ৩টায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে সকল কাউন্সিলদের সম্মতিক্রমে মাহবুব উর রহমানকে সভাপতি এবং আল মাসুদ চৌধুরীকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়।
জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম জানান,‘ আগামী সাত কর্মদিবসের মধ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি তৈরী করে জেলায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সভাপতি ও সাধারণ সম্পাদককে।
অপর দিকে বিকাল ৪টার দিকে নীলফামারী পৌর মিলনায়তনে সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলণ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা বিএনপির আহবায়ক রাহেদুল ইসলাম দোলনের সভাপতিত্বে সম্মেলণে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলমগীর সরকার।
সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আখতারুজ্জামান জুয়েলের সঞ্চালনায় সম্মেলণে জেলা বিএনপির সদস্য সচিব জহুরুল আলম, যুগ্ম আহবায়ক আনিসুর রহমান কোকো, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক মারুফ পারেভজে প্রিন্স প্রমূখ বক্তব্য রাখেন।

প্রথম অধিবেশন শেষে সন্ধ্যায় অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে রাহেদুল ইসলাম দোলনকে সভাপতি ও কাজী আখতারুজ্জামান জুয়েলকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সদর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করা হয়। আগামী সাত কর্মদিবসের মধ্যে ১০১ সদস্যেও পূর্ণাঙ্গ সদর উপজেলা কমিটি গঠন করে জেলায় জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান জেলা বিএনপির সদস্য সচিব। #

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5134561176317777659

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item