জলঢাকায় কমিউনিটি পুলিশং ডে উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় কমিউনিটি পুলিশিং ডে পালিত হয়েছে। এ উপলক্ষে থানা পুলিশের আয়োজনে শনিবার সকালে জলঢাকা থানা চত্বর থেকে একটি বর্নাঢ্য র‍্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্যে রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, জলঢাকা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিকরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার, পৌর মেয়র ফাহমিদ ফয়সাল চৌধুরী কমেট, উপজেলা আ'লীগের সাধারন সম্পাদক সহীদ হোসেন রুবেল, ভাইসচেয়ারম্যান গোলাম পাশা এলিচ, মনোয়ারা বেগম, সাবেক মেয়র ইলিয়াছ হোসেন বাবলু, উপজেলা জাতীয়পাটির সদস্য সচিব সহযোগী অধ্যাপক মমিনুল ইসলাম মঞ্জু, ওসি তদন্ত ফজলুর রহমান, পৌর আ'লীগের সাধারন সম্পাদক আব্দুল মজিদ, বালাগ্রাম ইউনিয়ন কমিউনিটি পুলিশং সভাপতি আহমেদ হোসেন ভেন্ডার, সাংবাদিক হাসিবুল ইসলাম মিতু, উপজেলা যুবলীগের আহবায়ক সারোয়ার হোসেন সাদের প্রমুখ।
সভায় বক্তারা উপজেলায় মাদক, জঙ্গি, সন্ত্রাসবাদ দমনে এবং গ্রামীন সমাজে অপরাধ প্রবনতা কমাতে কমিউনিটি পুলিশং কার্যক্রমের প্রশংসা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা  করেন এসআই বদরুদ্দোজা বাদল। এসয় বক্তারা আরো বলেন বর্তমানে কমিউনিটি পুলিশিং ব্যবস্থা জোরদার করায় প্রত্যন্ত অঞ্চলে মাদক জুয়া জঙ্গি ও সন্ত্রাসবাদের মত কর্মকান্ড গুলি কমে এসেছে। ওসি মোস্তাফিজুর রহমান কমিউনিটি পুলিশং ও থানা পুলিশকে সহযোগীতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানান। জলঢাকা থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠানে জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক ও গন্যমাণ্য ব্যাক্তিবর্গ ছাড়াও সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 5608990024122337324

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item