সৈয়দপুরে পুকুর থেকে মাছ চুরি

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
 নীলফামারীর সৈয়দপুরের পল্লীতে একটি পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ চুরি গেছে। উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পানিশালা এলাকায় একটি পুকুর থেকে গত বুধবার দিবাগত রাতে ওই মাছ চুরির ঘটনাটি ঘটেছে।
চুরি যাওয়া মাছের আনুমানিক মূল্য প্রায় তিন লাখ টাকা বলে পুকুর মালিক দাবি করেন।
জানা গেছে, উপজেলার খাতামধুপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের পানিশালা এলাকার জামিলা মৎস্য খামার নামে একটি খামার রয়েছে। প্রায় ৯ বিঘা জমিতে থাকা  ওই মৎস্য খামারের পুকুরে রুই, কাতলা, মৃগেল. বিগ্রেডসহ বিভিন্ন জাতে বিপুল পরিমাণ মাছ চাষ করা হয়। প্রত্যন্ত পল্লীর ওই মৎস্য খামারটি দেখভালের জন্য দুইজন কেয়ারটেকার রয়েছেন। তাদের সেখানে থাকার জন্য একটি ঘরও রয়েছে। ঘটনার দিন গত বুধবার গভীর রাতে ২০/২৫ জনের একদল দুর্বৃত্তরা  ওই মৎস্য খামারে হানা দেয়।  প্রথমে তারা মৎস্য খামারের ঘরে ঢুকে কেয়ারটেকার ঝরিয়া (৩২) ও লাল চাঁনকে (৬০) রশি দিয়ে বেঁধে রাখেন। পরবর্তীতে দুর্বৃত্তরা জাল নিয়ে পুকুরে নেমে বিভিন্ন জাতের আনুমানিক ৩০/৩৫ জন মাছ তুলে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য তিন লাখ টাকা বলে পুকুরের মালিকের দাবি।
 পল্লীর একটি পুকুরের  কেয়ারটেকারকে জিম্মি করে মাছ চুরির  ঘটনায় সৈয়দপুর থানা পুলিশকে একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item