বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রংপুর বিভাগীয় সমন্বয় সভা সৈয়দপুরে অনুষ্ঠিত

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
 বাংলাদেশ ক্ষেতমজুর সমিতি রংপুর বিভাগীয় সমন্বয় কমিটির এক সভা নীলফামারীর সৈয়দপুরে অনুষ্ঠিত হয়। আজ (শুক্রবার)  সৈয়দপুর শহরের সাহেবপাড়াস্থ রেলওয়ে শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে ওই সভার আয়োজন করা হয়।
  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মো. সামসুজ্জামান সেলিম।
 এতে সভাপতিত্ব্ করেন  সংগঠনের নীলফামারীর জেলা শাখার সভাপতি শ্রীদাম দাস।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন রেজা,
রংপুর বিভাগীয় কমিটির সমন্বয়ক মো. আশরাফুল আলম, কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন, সুব্রতা রায়, রংপুর জেলা কমিটির আহ্বায়ক মো. শাহাদাত হোসেন খোকা, লালমনিরহাট শাখার  সভাপতি মো. মোজাম্মেল হক, গাইবান্ধা জেলা শাখার সভাপতি হাজী একরাম হোসেন বাদল, দিনাজপুরের মো. হাফিজার রহমান, পঞ্চগড়ের রহিত শফিকি মিন্টু, ঠাকুরগাঁওয়ের মো. মেহেদী হাসান লেলিন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, যদিও বর্তমান সরকার দাবি করছেন উত্তরবঙ্গ থেকে মঙ্গার উত্তরণ ঘটেছে  ইতোমধ্যে। তারপরও এখন কৃষকক্ষেত মজুরদের বিভিন্ন সমস্যা রয়েছে। এখনও কৃষকদের আর্থিক সমস্যার তেমন কোন উন্নয়ন ঘটেনি। বছরের বেশিভাগ সময় কৃষকক্ষেত মজুরদের কাজের অভাবে বেকার থাকতে হচ্ছে। কৃষক ক্ষেতমজুরদের সারা বছরের কর্মসংস্থানের ব্যবস্থাকরনের দাবি জানানো হয় সভায়।
সভায় সংগঠনের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা  ও উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 এছাড়াও আগামী ডিসেম্বর কুমিল্লায় অনুষ্ঠিতব্য সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠান নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে।     

পুরোনো সংবাদ

নীলফামারী 8012340115494902468

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item