সৈয়দপুরে মানবিক সাহায্য সংস্থার উদ্যোগে মাসব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচির উদ্বোধন

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে মাসব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচি শুরু হয়েছে। বেসরকারি উন্নয়ন সংগঠন মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) আই কেয়ার প্রজেক্ট  এবং সফিউদ্দিন আহমেদ ফাউন্ডেশন (সেফ) হাসপাতাল যৌথভাবে ওই কর্মসূচির আয়োজন করেছে। আজ (বুধবার) সকালে সৈয়দপুর উপজেলার ১ নম্বর কামারপুকুর ইউনিয়নের সহযোগিতায় কামারপুকুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

 সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির শুভ উদ্বোধন করেন।
 এতে বিশেষ অতিথি ছিলেন  উপজেলার কামারপুকুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রেজাউল করিম লোকমান।
বেসরকারি উন্নয়ন সংগঠন মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) সহকারি পরিচালক আক্তারী আসফ (স্বপন রেজা) এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান বক্তব্য দেন জোনাল অফিসার অনিমেষ আচার্য্য।
 অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংগঠন মানবিক সাহায্য সংস্থার (এমএসএস) এরিয়া ম্যানেজার মো. মনসুর রহমান, সমৃদ্ধি কর্মসূচির কর্মসূচি সমন্বয়কারী মো. রিয়াজুল ইসলাম, ইডিও মো. মোরশেদুল হক মোর্শেদসহ সংস্থার  অন্যান্য কর্মকর্তা ও কর্মী, কামারপুকুর ইউনিয়ন পরিষদে সদস্য-সদস্যসহ চিকিৎসাসেবা নিতে আসা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের নারী - পুরুষরা উপস্থিত ছিলেন।
  পরে প্রধান অতিথি ইউএনও এস. এম. গোলাম কিবরিয়া  ফিতা কেটে কামারপুকুর ইউনিয়নে মাসব্যাপী বিনামূল্যে চক্ষুসেবা কর্মসূচির উদ্বোধন করেন।
এরপর মানবিক সাহায্য সংস্থার আই কেয়ার প্রজেক্ট ঠাকুরগাঁওস্থ সেফ হাসপাতাল ও এপিলিয়ন গ্রুপের সহায়তায় পরিচালিত “নয়নতরী” ভ্রাম্যমান চক্ষু ক্লিনিকে চক্ষুরোগীদের বিনামূল্যে চক্ষুসেবা প্রদান করা হয়। এতে চক্ষু সেবা দেন সেফ হাসপাতালের চিকিৎসক ডা. মো. আজিজুল ইসলাম (রাজু)। আয়োজক সংস্থার সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, কর্মসূচির উদ্বোধনী দিনে গতকাল বুধবার কামারপুকুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের প্রায় তিন শতাধিক চক্ষু  রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা  হয়। এ কর্মসূচির আওতায় পর্যায়ক্রমে উক্ত ইউনিয়নের নয়টি ওয়ার্ডের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চোখ পরীক্ষা করানো, চোখের ছানি সনাক্তকরণ ও ছানি অপারেশনের ব্যবস্থা রয়েছে।   

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 8004843621448863678

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item