সৈয়দপুরে নির্মিত হচ্ছে ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র -প্রভাব নিরূপণ বিষয়ক সভা অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ॥ নিরবিছিন্ন বিদ্যুত সেবা দিতে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় নির্মিত হবে ১৫০ মেগাওয়াট সিম্পল সাইকেল (এইচএসডি ভিত্তিক) বিদ্যুৎ কেন্দ্র। এক হাজার কোটি টাকা ব্যয়ে ১৫০ মেগাওয়াট বিদ্যুত কেন্দ্র নির্মাণ সরকারের ব্যয় করছে।
প্রকল্পটি বাস্তবায়নে পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ বিষয়ক মত বিনিময় ও অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সভার আয়োজন করে সেন্টার ফর এনভারমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস।মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পরিমল কুমার সরকারের সভাপতিত্বে মতিবিনয়ম সভায় অন্যান্যের মধ্যে সেন্টার ফর এনভারমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের পাওয়ার প্লান্ট এক্সপার্ট জালাল আহমেদ চৌধুরী, সৈয়দপুর ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আ.ন.ম শামসুজ্জামান, মৎস্য বিশেষজ্ঞ মো. মোক্তারুজ্জামান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. একরামুল হক সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসেন, সানজিদা বেগম লাকি প্রমুখ বক্তব্য রাখেন।
সেন্টার ফর এনভারমেন্টাল এন্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেস পাওয়ার প্লান্ট এক্সপার্ট জালাল আহমেদ চৌধুরী ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ প্রকল্প স্থাপনে বিভিন্ন সুবিধার বিষয়ে তথ্য উপস্থাপন করে পরিবেশগত ও আর্থ-সামাজিক প্রভাব নিরূপণ বিষয়ে বিভিন্ন বক্তব্য প্রদান করেন।
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ব্যবসায়ী নেতৃবৃন্দ, এনজিও প্রতিনিধি সাংবাদিকসহ বিভিন্ন পেশাজিবী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধি সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন সভায়। #

পুরোনো সংবাদ

নীলফামারী 6375716809841496903

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item