পীরগাছা মহিলা কলেজের প্রভাষক ফেন্সিডিলসহ গ্রেফতার

ফজলুর রহমান,পীরগাছা (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগাছা মহিলা কলেজের প্রভাষক শেখ ফরিদকে ফেন্সিডিলসহ গ্রেফতার করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে ফুলবাড়ি থানার এএসআই আব্দুর রউফ উপজেলার বোর্ডের হাট এলাকা থেকে ১৮ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত শেখ ফরিদ পীরগাছা উপজেলার ছাওলা ইউনিয়নের আদমপাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে এবং পীরগাছা মহিলা কলেজের ইতিহাস বিভাগের প্রভাষক। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত। এছাড়াও একই ইউনিয়নের জুয়ানের চর গ্রামের আব্দুল কাদেরের ছেলে তাঁরা মিয়া (৩৭), ও তার স্ত্রী রেহেনা বেগম (২৯) কে ৩ কেজি গাঁজাসহ গতকাল শুক্রবার সকালে ফুলবাড়ি উপজেলার আছিয়ার বাজার এলাকা থেকে গ্রেফতার করে ফুলবাড়ি থানার এসআই গোলজার হোসেন।

এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুহাদ রুহানী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত ৩ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গত শুক্রবার দুপুরে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

পুরোনো সংবাদ

রংপুর 9074849816610605756

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item