রংপুর সদর-৩ আসনে নৌকার দাবীতে পাগলাপীরে মানববন্ধন সমাবেশ

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর প্রতিনিধিঃ আসন্ন ৫ অক্টোবর রংপুর -৩ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত এমপি প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজুকে প্রার্থী প্রত্যাহার না করার এবং উক্ত আসনে নৌকা মার্কার দাবীতে পাগলাপীরে সদর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিরাট মানববন্ধন সমাবেশ কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার দুপুর ১২টায় পাগলাপীর বন্দরের গোলচত্বরে রংপুর দিনাজপুর ঢাকা হাইওয়ে সড়কের উপর অনুষ্ঠিত হয় ঘন্টাব্যাপী উক্ত মানববন্ধন সমাবেশ কর্মসূচী।
আওয়ামীলীগ সদর উপজেলার যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও যুগ্ন আহবায়ক একেএম হালিমুল হক (সহকারী অধ্যাপক) এর সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধন সমাবেশে বক্তব্য রাখেন জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন শাহ্, সদর উপজেলার কার্যনির্বাহী কমিটির সদস্য শাহজাহান সরকার ডাবলু, মোঃ কাজল মিয়া, খলেয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান (তোফা), চন্দনপাট ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা আমিনুর রহমান, আওয়ামীলীগ নেতা সহকারী অধ্যাপক কামরুজ্জামান চান, আওয়ামীলীগ হরিদেবপুর ইউনিয়ন সভাপতি একরামুল হক,
সাধারন সম্পাদক সাইদুল ইসলাম, মমিনপুর ইউনিয়ন সভাপতি ওবায়দুর রহমান মিন্টু, সাধারন সম্পাদক আবু জাফর সরকার শিশ, চন্দনপাট ইউনিয়ন সভাপতি সঞ্জিত কুমার লারু, সাধারন সম্পাদক নুরে কাওছার বকুল, সদ্যপুস্করনী ইউনিয়ন সভাপতি মন্টু মিয়া, সাধারন সম্পাদক দুলু মিয়া, খলেয়া ইউনিয়ন সভাপতি হাসানুজ্জামান হাসু শাহ্, সাধারন সম্পাদক আব্দুল মোন্নাফ, সদর উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক পরিমল চন্দ্র সরকার, আবু সাঈদ বাবু, এসএম তায়েফে আজম সুমন, ছাত্রলীগ জেলা সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ, হরিদেবপুর ইউনিয়ন সাধারন সম্পাদক এজাজুল হক, সাংগঠনিক সম্পাদক ডাক্তার রুহুল আমিন সহ আরো অনেকে। এসময় আওয়ামীলীগ সদর উপজেলার ৫ ইউনিয়নের ৪৫টি ওয়ার্ডের সভাপতি সাধারন সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশাজীবি মহল উপস্থিত ছিলেন। অনুষ্ঠিত মানববন্ধন সমাবেশে সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক একেএম হালিমুল হক (সহকারী অধ্যাপক) ক্ষোভ প্রকাশ করে বলেন, ৯৬ এর পর জাতীয় পার্টির সঙ্গে আমাদের (আওয়ামলীগ) জোটগত কারনে দলীয় প্রার্থীকে কয়েক দফা প্রত্যাহার করতে হয়েছে। অথচ সরকারের আওয়ামীলীগ দেশ জুরে চলছে উন্নয়নের গণ জোয়ার। এ আসনে জাতীয় পার্টির এমপি থাকলেও রংপুর সদর উপজেলার নেই কোন উন্নয়ন, আমরা সদর উপজেলাবাসী দীর্ঘদিন ধরে বৈষম্যর স্বীকার হচ্ছি। সদর উপজেলা আছে কিন্তু সদর উপজেলার ভুখন্ডে নেই উপজেলা পরিষদ কোন দপ্তর না আছে কোন স্থাপনা। তাই সময় এসেছে আসন্ন ৫ অক্টোবর রংপুর সদর-৩ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগ মনোনিত জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট রেজাউল করিম রাজুকে নৌকা প্রতীক পাওয়ার পরেও তাকে যেন নির্বাচন থেকে জোটের স্বার্থে প্রত্যাহার করতে না হয়। এজন্য প্রয়োজনে আমরা সদর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন সর্বস্তরের জনগণকে নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলার হুমকি দেন।

পুরোনো সংবাদ

রংপুর 3340426205277625838

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item