পাগলাপীর (রহঃ) এর মাজার শরীফ কমপ্লেক্সের কাজ ৬০ ভাগ সম্পন্ন

হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর প্রতিনিধি ঃ রংপুরের পাগলাপীরের পবিত্র লীলাভূমিতে সায়িত পীরে কামেল পাগলাপীর (রহঃ) এর মাজার শরীফ কমপ্লেক্সের নির্মানাধীন কাজ সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে চলছে ধীর গতিতে। ইতিমধ্যে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল এবং স্থানীয় শহর সমাজের বৃত্তবান ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় কমপ্লেক্সের ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। এতে ব্যয় হয়েছে ৩০ লক্ষ টাকা। বাকী ৪০  ভাগ কাজ সম্পন্ন করতে আরও ২০ লক্ষ টাকার প্রয়োজন।
কমপ্লেক্সটি সম্পন্ন করতে ব্যয় ধরা হয়েছে অর্ধকোটি টাকা। গত ২০১৭ইং সালের ৭ ডিসেম্বর মহাজোট সরকারের তৎকালিন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী বর্তমান জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ-হুইফ মশিউর রহমান রাঙ্গা এমপি রংপুর সদর উপজেলার চেয়ারম্যান নাছিমা জামান ববি সহ স্থানীয় জন প্রতিনিধি ও বিশিষ্ট জনদের উপস্থিতিতে পাগলাপীর (রহঃ) এর মাজার শরীফ কমপ্লেক্সের নির্মানাধীন কাজের ভিত্তি প্রস্তর উদ্ধোধন করেন। কমপ্লেক্সটি নির্মানে প্রায় ২১ মাস চল^েছ। স্বরজমিনে পাগলাপীর (রহঃ) এর মাজার কমিটির সহ সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক মোঃ অহেদ আলী ও সম্পাদক বিশিষ্ট ঠিকাদার সমাজ সেবক মোঃ আশরাফুল  আলম টিপু সাংবাদিককে বলেন সরকারি আর্থিক সাহায্য সহযোগিতায় তথা পৃষ্ঠপোষকতা পেলে ২০১৯ সালের মধ্যে নির্মানাধীন কমপ্লেক্সটির অসমাপ্ত কাজ সমাপ্ত হবে। অন্যথায় প্রতিষ্ঠানটির নিজস্ব তহবিল আর সমাজের বৃত্তবান ব্যক্তিদের দেওয়া অর্থে উক্ত কমপ্লেক্সটির নির্মান কাজ সমাপ্ত করতে ২০২০ থেকে ২০২১ সাল নাগাদ যাবে বলে ধারনা করেন। মাজার কমিটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করে বলেন পাগলাপীর (রহঃ) এর মাজার শরীফ কমপ্লেক্সটির নির্মানাধীন কাজ শেষ হলে দেশের বিভিন্ন স্থানে সায়িত পীর আউলিয়ার ন্যায় পাগলাপীরের পবিত্র লীলাভুমিতে শায়িত পাগলাপীর (রঃ) এর মাজার শরীফেও দেশ বরেণ্য ব্যক্তিসহ দর্শনার্থীদের ব্যাপক পদচারনা ঘটবে। এতে এক দিক থেকে পাগলাপীরের মানুষ অর্থনৈতিকভাবে লাভবান হবে এবং অন্য দিকে দেশের বিভিন্ন প্রান্তে ও দেশ বিদেশে পাগলাপীর সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে।

পুরোনো সংবাদ

রংপুর 2930278337117164488

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item