পঞ্চগড়ে শুরু হলো নজরুল সম্মেলন

সাইদুজ্জামান রেজা, পঞ্চগড়:

পঞ্চগড়ে "নজরুলের অপ্রচলিত গানের সুর সংগ্রহ, স্বরলিপি প্রণয়ন, সংরক্ষণ, প্রচার এবং নবীন প্রজন্মকে উদ্বুদ্ধকরণ" শীর্ষক প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় সরকারি অডিটোরিয়াম চত্বরে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন বেলুন ও পায়রা উড়িয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন। উদ্বোধন শেষে অডিটোরিয়াম হল কক্ষে আলোচনা সভায় অংশ নেন। জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন'র সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, মহিলা আসন-৩২ এর সংসদ সদস্য জাকিয়া তাবাসসুম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট প্রমূখ।
এর আগে সকাল ১০ টায় নজরুল র‍্যালী হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে র‍্যালীটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়াম চত্বরে এসে শেষ হয়। র‍্যালীতে কবি সাহিত্যিকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেয়।

পুরোনো সংবাদ

শিল্প-সাহিত্য-সংস্কৃতি 2218589853588263909

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item