ডোমারে শ্বারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে নিউ মিলন সংঘের প্রস্তুতি সভা।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শ্বারদীয় দূর্গাপুজা। পুজা উদযাপন উপলক্ষে সাহাপাড়া নিউ মিলন সংঘ আয়োজিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২২সেপ্টেম্বর) রাত ১০টায় সাহাপাড়া নিউ মিলন সংঘ মন্ডব প্রাঙ্গণে আলোচনা সভায় বাবু জীবন মালাকারের সভাপতিত্বে
শুভ ভৌমিকের সঞ্চালনায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডোমার পৌর সভার প্যানেল মেয়র এনায়েত হোসেন নয়ন, কাউন্সিলর আখতারুজ্জামান সুমন, শফিক বীন মোর্শেদ তরুন, মিজানুর রহমান তুলু, সাবেক কাউন্সিলর বজলার রহমান বকুল, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক ময়নুল হক মনু। এ সময় পুজা উদযাপন কমিটির নিখিল সাহা, প্রভাষক বিজয় ঘোষ, সিতা নাথ কুন্ডু, অসিম সাহা, কাজল সাহা, উজ্জল কাঞ্জিলাল প্রমূখ বক্তব্য রাখেন। ৩অক্টোবর বৃহস্পতিবার পঞ্চমীতে ভোররাত্রী থেকে তুলসি আরতি, নগর পরিক্রমা, শুভ অধিবাস, মঙ্গলঘট স্থাপন ও ভাগবত গীতা পাঠের মধ্যদিয়ে দেবীর আগমন ঘটবে।
৮অক্টোবর মঙ্গলবার দশমীতে দূর্গাদেবীর বিহিত পুজার মধ্য দিয়ে বিসর্জন হবে। কমিটির বুল্লি সাহা বলেন, মায়ের আগমনে সকল ধর্মবর্ণ নির্বিশেষে সবার মাঝে শুখ শান্তি ফিরে আসুক এই প্রার্থনা করে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 7983351627489956613

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item