প্রকাশিত সংবাদের প্রতিবাদ।

গত ২৯ সেপ্টেম্বর ২০১৯ইং, রোজ- রবিবার রংপুর থেকে প্রকাশিত দৈনিক বায়ান্নর আলো পত্রিকার ৩য় পৃষ্টায় ও  বিভিন্ন অনলাইন প্রত্রিকায় প্রকাশিত “ডোমারে চাকরি দেয়ার নামে প্রতারণার অভিযোগ” শীর্ষক সংবাদ টি আমার দৃষ্টি গোচর হয়েছে। উক্ত সংবাদে আমাদেরকে জড়িয়ে যে কথাটি লেখা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রনোদিত। সংবাদে আমি আইনুল, নবীউল ও আতিবুলকে জড়িয়ে যে কথাটি লিখা হয়েছে তা সঠিক নয়।
তবে আমরা জানি আমবাড়ী এলাকার শাহাজান আলী ও জোড়াবাড়ী এলাকার আনিছুর রহমানের কাছ থেকে চাকরি দেয়ার নাম করে দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের চড় তিস্তা পাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে আতর আলী, তাদের কাছ থেকে টাকা নিয়েছে এবং কিছু টাকা ফেরত দিয়েছে আমরা স্বাক্ষী মাত্র। যার কারনে শাহাজান আলী আতর আলীর বিরুদ্ধে গত ১২/০৪/২০১৯ইং তারিখে টাকা উত্তলনের জন্য উকিল নোটিশ পাঠায়। আমি একজন মিল ব্যবসায়ী মানুষ, দীর্ঘদিন যাবত সততা ও নিষ্টার সাথে ব্যবসা চালিয়ে আসছি। একটি সার্থনেশ্বী মহল আমাদেরক হেও প্রতিপন্য করার জন্য সাংবাদিককে ভূল তথ্য দিয়ে আমাদের নামে মিথ্য সংবাদ প্রকাশ করেছে। আমি উক্ত মিথ্যা সংবাদ প্রচারের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

             মোঃ আইনুল হক                                       
           পিতাঃ মৃত আব্দুল কাদের
           উত্তর আমবাড়ী, গোমনাতী
            ডোমার,নীলফামারী।                                                                 

পুরোনো সংবাদ

নীলফামারী 217857796294397524

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item