ডোমারে চাকুরী দেয়ার নামে ৩ লক্ষ টাকা নিয়ে আতর আলী উধাও।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে চাকুরীর প্রলোভন দেখিয়ে ৩লক্ষ টাকা হাতিয়ে আতর আলী উধাও।
শেষে ১/২ বছর পেরিয়ে গেলেও চাকুরী প্রত্যাশীরা পাওনা টাকা ফেরত না পেয়ে উকিল নোটিশ দায়ের করেন।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার গোমনাতী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের পূর্ব আমবাড়ী গ্রামের শাহাজান আলীর কলেজ পড়–য়া ছেলে জুয়েল ইসলামকে সরকারী চাকুরী পাইয়ে দেয়ার নাম করে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ ইউনিয়নের চড় তিস্তা পাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে প্রতারক আতর আলী (৩১) তার মেয়ে হুমায় আরা বেগম (১৫) ঢাকায় এক বড় সরকারী কর্মকর্তার বাড়ীতে ৬/৭ বছর যাবত কাজ করার সুযোগকে কাজে লাগিয়ে বিভিন্ন এলাকার শিক্ষিত ও সহজ সরল বেকার ছেলেদের সরকারী চাকুরী দেয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে অনেককে সর্বশান্ত করেছে বলে অভিযোগ উঠেছে। চাকরি প্রত্যাশীর পিতা শাহাজান আলী বলেন, আতর আলীর সাথে চাকরির জন্য ৫লক্ষ টাকা চুক্তি হয়। তাদের মধ্যে গত ২৫/০৯/২০১৭তারিখে ৩ লক্ষ টাকা প্রদান করি।
তার ছেলে জুয়েলকে ইন্টারভিউ দেয়ার নাম করে বেশ কয়েক বার ঢাকা নিয়ে গিয়ে হাজার হাজার টাকা খরচ করায়। শেষে চাকুরী না হওয়ায় ২বছর পেরিয়ে গেলেও টাকা ফেরত দিতে টালবাহানা করছে। এ বিষয়ে মামলা করবে বলে তারা জানান। সেই কারনে গত ১১/০৪/২০১৯ইং তারিখে নীলফামারী জেলা জজ কোর্টের এ্যাডভোকেট আনোয়ার হোসেনকে দিয়ে একটি উকিল নোটিশ পাঠায়। তিনি জানান, ৭দিনে মধ্যে পাওনা টাকা না দিলে আতর আলীর বিরুদ্ধে আদালতে মামলা করবে। এ বিষয়ে প্রতারক আতর আলী বলেন, চেষ্টা করেিেছ চাকুরী হয়নি, টাকা ফেতে দিয়েছি আর অল্প কিছু পাবে।

পুরোনো সংবাদ

নীলফামারী 4943960292045834347

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item