ডোমারে কিশোর অপরাধ বাড়ছে টাকা ছিনতাই কালে এক কিশোর আটক

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
এক ব্যবসায়ীর টাকা ছিনতাই করতে গিয়ে নীলফামারীর ডোমার উপজেলায় আটক হয়েছে কিশোর অপরাধী দলের এক সদস্য।
এ সময় পালিয়ে যায় আরো ১০ কিশোর।  গতকাল সোমবার রাত সাড়ে দশটার দিকে ঘটনাটি ঘটে উপজেলার চিকনমাটি ধনীপাড়া নামকস্থানে। আটক কিশোর  চিকনমাটি বসতপাড়া এলাকার হারুন অর রশিদের কিশোর ছেলে হৃদয় হোসেন রিফাত। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে মাধ্যমে জেলা কারাগারে প্রেরন করে পুলিশ।
জানা যায়, ডোমার শহরের সুমাইয়া ফার্নিচার ব্যবসা প্রতিষ্ঠানের মালিক সেলিম হোসেন(৩০) ঘটনার দিন রাতে দোকান বন্ধ করে ৯০ হাজার টাকা সহ অটো রিক্সায় হরিণচড়া গ্রামে বাড়ি ফিরছিল। পথে চিকনমাটি ধনীপাড়া এলাকায় কিশোর গ্যাং এর হৃদয় হোসেন রিফাত সহ আরো ১০ জন কিশোর  অটোটি আটকিয়ে  দেশীয় ধারালো অস্ত্রের মুখে  অটো চালক অমল ও যাত্রী সেলিমকে জিম্মি করে  ৯০ হাজার ৬শত টাকা ছিনিয়ে নিয়ে পালাতে থাকে। এ সময় তাদের  চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে ধাওয়া করে হৃদয় হোসেন রিফাতকে আটক করলেও অন্যান্যরা ছিনতায়ের টাকা নিয়ে পালিয়ে যায়।  খবর  পেয়ে পুলিশ এসে হৃদয়কে থানায় নেয়। ডোমার থানার ওসি  মোস্তাফিজার রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। অন্যান্য আসামীদের আটকের চেস্টা করা হচ্ছে।
এলাকাবাসী জানায় এলাকায় দিন দিন কিশোর অপরাধ চক্র বৃদ্ধি পাচ্ছে। এর আগে আরেক কিশোর চক্র ডোমার সরকারী কলেজের এক শিক্ষককে মারধর করে। ওই ঘটনায় ৪ জনকে পুলিশ গ্রেফতার করেছিল।  #


পুরোনো সংবাদ

নীলফামারী 8222686572642963966

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item