ডোমার ধঞ্জনপুরে বিশ্বকর্মা পূজা উদযাপন।

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমার ধঞ্জনপুরে বিশ^কর্ম পূজা উদযাপন করা হয়েছে।
উপজেলা জোড়াবাড়ী ইউনিয়নের বেতগাড়া ধঞ্জনপুর বাজারে এ পুজার আয়োজন করেন বেতগাড়া তরুন সংঘ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) ভোররাত্রী থেকে শ্রীমদ্ভগবত গীতা পাঠ অন্তে, মঙ্গলঘট স্থাপন, শুভ অধিবাস, তুলসি আরতি ও নগর পরিক্রমার মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা করেন পুজারী দয়াময় চন্দ্র বর্ম্মন। দিনভর নানা কর্মসূচির মধ্যদিয়ে সন্ধ্যায় ভক্তবৃন্দের উপচেপড়া ভীড় ছিল ব্যাপক। তাদের মধ্যে নারী ও শিশুদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
রাত ৮টায় আলোচনা সভা ও আরতী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু রোহীনি বর্ম্মনের সভাপতিত্বে অতিথি হিসাবে, জোড়াবাড়ী ইউপির সাবেক চেয়ারম্যান মনোয়ার হোসেন, ইউপি সদস্য লায়লা বেগম, জাহেরুল ইসলাম, সাংবাদিক আনিছুর রহমান মানিক, সমাজ সেবক সাখাওয়াত হোসেন বাবু প্রমূখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ ছাড়াও কমিটির হরিহর রায়, নরেশ চন্দ্র রায়, রতন রায়, রুপকান্ত রায়, কোকিল রায়, প্রদিপ রায়, শুসেন চন্দ্র রায় উপস্থিত ছিলেন। সার্বিক সহযোগিতায় ছিলেন, ধঞ্জনপুর বাজার নাহিদ গার্মেন্টর্সের স্বত্বাধীকারী  আশরাফুল আলম। পরিচালনা কমিটি সাধারণ সম্পাদক মিনাল চন্দ্র রায় জানান, দির্ঘ ১৫বছর যাবত এখানে যজ্ঞানুষ্ঠান, কির্ত্তন, হিন্দু ধর্ম সভা, কালীপুজা সহ নানা ধর্মীয় অনুষ্ঠান করে আসছি। শুধুমাত্র আর্ধিক অসশ্চলতা ও পৃষ্টপোষকতার অভাবে এধরণের অনুষ্ঠান করতে আমাদের ভিষনভাবে হিমসিম খেতে হয়। এলাকার জনপ্রতিনিধি বা সরকারী ভাবে কোনো প্রকার সাহায্য সহযোগিতা পেলে আগামীতে এর চেয়ে আরো বড় ধরণের অনুষ্ঠান করা সম্ভব হবে বলে আশা করেন তিনি।


পুরোনো সংবাদ

নীলফামারী 431952977017479641

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item