ঋনের বোঝা সইতে না পেরে কিশোরগঞ্জে কৃষকের আত্নহত্যা

মো: শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী) সংবাদদাতা: ঋনের বোঝা সইতে না পেরে মানিক হাজরা  (৪৮) নামে এক কৃষক আত্নহত্যা করেছে, ঘটনাটি ঘটেছে বুধবার সকালে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের দক্ষিন বাহাগিলি কাচারিপাড়া গ্রামে, সে একই গ্রামের গংগাহারী হাজরার ছেলে।


বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলু জানান, দক্ষিন বাহাগিলি কাচারিপাড়া গ্রামের গংগাহারী হাজরার ছেলে মানিক হাজরা একজন ক্ষুদ্র কৃষক সে নিজের কিছু জমি এবং এলাকার মানুষের জমি বর্গা নিয়ে সেই জমিতে চাষাবাদের পাশাপাশি মানুষের জমিতে কাজ করে জীবন যাপন করে আসছিল, তার এক ছেলে এক মেয়ে ছেলে মিথুন চন্দ্র হাজরা ভ্যান চালিয়ে আয় রোজকার করে বাবাকে সহযোগিতা করে আসছে, গত দুই বছর আগে মানিক হাজরা এলাকার কতিপয় কিছু মানুষের কাছে চড়া সুদে টাকা ধার নেয়, সেই টাকা লাভে আসলে দ্বিগুন হওয়ায়  টাকা পরিশোধ করার চিন্তায় মানসিকভাবে ভেঙ্গে পরে সবার অজান্তে গলায় দরি দিয়ে আত্নহত্যা করে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম হারুন অর রশিদ বলেন, সকাল ১১ টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কড়াইগাছের সাথে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে নীলফামারী মর্গে পাঠানো হয়েছে, তিনি বলেন প্রাথমিকভাবে আমরা জেনেছি মানিক হাজরা ঋনের বোঝা সইতে না পেরে আত্নহত্যা করে থাকতে পারে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8591690814459615087

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item