নীলফামারীর কিশোরগঞ্জে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মো: শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী) সংবাদদাতা।। বিলে নেমে শাপলা ফুল তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।  রবিবার সকাল ১১ টায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা বড়ভিটা ইউনিয়নের আতদরিয়া বিলে এ ঘটনা ঘটে। মৃত্যু দুই শিশু হলো ওই ইউনিয়নের উত্তর বড় ভিটা বানিয়াপাড়া গ্রামের অনাথ চন্দ্র রায়ের মেয়ে শ্যামলী রানী রায়(১০) ও একই পাড়ার কানু চন্দ্র রায়ের মেয়ে মনির রানী রায়(৯)। তারা দুজনে বান্ধবী ও বড় ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্রী।
বড় ভিটা ইউপি চেয়ারম্যান ফেলার রহমান জানান, স্কুল বন্ধ থাকায় তারা দুই বান্ধবী ওই বিলে শাপলা তুলতে যায়। বিলের গভীর পানিতে গেলে তারা দুইজনে বিলের শ্যাওলার সঙ্গে পেঁচিয়ে বিলের পানিতে ডুবে যায়। এলাকাবাসী বিষয়টি বুঝতে পেরে তাদের উদ্ধার করে পাশ্ববর্তী জলঢাকা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
এ ঘটনায় ওই গ্রামে শোকের ছায়া নেমে আসে।
ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ ও কিশোরগঞ্জ থানার ওসি হারুন অর রশীদ। 

পুরোনো সংবাদ

নীলফামারী 4467933304525513758

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item