পঞ্চগড়ে ৫৬ বিজিবি’র জনসচেতনতামুলক সভা অনুষ্ঠিত

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২ সেপ্টেম্বর॥  ৫৬ বিজিবি ব্যাটালিয়ন অধীনস্থ পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২ সেপ্টেম্বর) বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। 

বর্ণিত জনসচেতনতামূলক সভায় মূখ্য সঞ্চালকের দায়িত্ব পালন করেন নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ শাহ আলম সিদ্দিকী। তিনি উক্ত সভায় বিএসএফ কর্তৃক ভারতীয় নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে অনুপ্রবেশ করানোর অপপ্রচেষ্টা প্রতিরোধকল্পে ইউপি চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুল/কলেজ/মাদ্রাসা শিক্ষক এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের সদস্যদের সমন্বয়ে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করার জন্য তৎপর থাকতে বলেন।
এছাড়াও সীমান্ত এলাকায় সার্বক্ষণিক কঠোর নিরাপত্তা ও সর্বোচ্চ নজরদারী নিশ্চিত করার লক্ষ্যে বিজিবির পাশাপাশি প্রয়োজনে ইউপি চেয়ারম্যান এবং মেম্বারের মাধ্যমে সিভিল টিম গঠন পূর্বক তাদেরকে সার্বক্ষণিক সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী এবং প্রহরার কাজে নিয়োগ করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করতে উপস্থিত সকলকে আহ্বান করা হয়। উত্ত সভায় স্থানীয় জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ৫৬ বিজিবি’র অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। # 

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6512208682680648845

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item