সৈয়দপুরে স্বাধীনতার স্মৃতি অম্লান ভাংচুর প্রতিবাদে বিক্ষোভ মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৯ আগস্ট॥ জেলার সৈয়দপুর উপজেলা শহরের জিআরপি মোড়ে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে স্থাপিত স্বাধীনতা স্মৃতি অম্লানের সম্মুখভাগ রাতের আধারে  ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ফুঁসে উঠেছে স্বাধীনতার পক্ষের সংগঠন মুক্তিযোদ্ধা সংসদ, প্রজন্ম ৭১ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। তাদের যৌথ আয়োজনে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে সোমবার মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়।
সোমবার সকাল ১১ টা হতে ঘন্টাকাল ব্যাপী স্বাধীনতার স্মৃতি অম্লান  চত্ত্বরে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে তারা। ওই কর্মসুচিতে জাতীয় সংসদের সংরক্ষিত নীলফামারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলিম, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার  একরামুল হক, প্রজন্ম ৭১ এর সাধারন স¤পাদক মহসিনুল হক, সৈয়দপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, আঃলীগ নেতা সাখাওয়াত হোসেন খোকন, জোবায়দুর রহমান শাহিন, রাশেদুজ্জামান রাশেদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সভাপতি কবির চৌধুরী, শিকড়ের সভাপতি মোহাম্মদ মমিন, কৃষকলীগ সভাপতি পিকে সাইদুর, সাংবাদিক এম আর আলম ঝন্টু, শিল্পী সমিতির সভাপতি হোসনে আরা লিপিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও পেশাজীবির মানুষ অংশ নেয়। মানববন্ধনে বক্তারা প্রশাসনের কাছে স্মৃতি অ¤¬ান’ সৌধটি ভাংচুরে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা।উল্লেখ্য যে, গত এক সপ্তাহ পূর্বে রাতের আঁধারে উক্ত স্বাধীনতা স্মৃতি অম্লানের সামনের অংশ ভাংচুর করে  দূর্বত্তরা।#

পুরোনো সংবাদ

নীলফামারী 8095098117167660912

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item