সৈয়দপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনতায় র‌্যালি

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার উদ্যোগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা সচেতনতা সৃষ্টিতে এক বর্ণাঢ্য র‌্যালি করা  হয়েছে। আজ(শনিবার) বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক আরবান ডেভেলপমেন্টে প্রোগ্রাম ও এসকেএস ফাউন্ডেশননের সহযোগিতায় শহরে ওই র‌্যালি বের করা হয়।
 বেলা  ১১ টায় সৈয়দপুর পৌরসভা কার্যালয় চত্বর থেকে  র‌্যালিটি বের হয়। এতে নেতৃত্ব দেন সৈয়দপুর পৌরসভার মেয়র  অধ্যক্ষ মো. আমজাদ হোসেন সরকার।  বর্ণাঢ্য র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সৈয়দপুর পৌরসভার  সকল কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি উন্নয়ন সংস্থা এসকেএস ফাউন্ডেশন ও  ব্র্যাকের কর্মকর্তাকর্মীসহ শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা অংশ নেয়। এ সময় ফগার দিয়ে দিয়ে মশক নিধন ওষুধ স্প্রে করা হয়। এছাড়াও  র‌্যালি থেকে  মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়।
একই দিন, সৈয়দপুর  উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর  স্কুল অ্যান্ড কলেজে ডেঙ্গু প্রতিরোধে ছাত্র-ছাত্রীদের নিয়ে সচেতনতামূলক সভা হয়েছে।                     

পুরোনো সংবাদ

নীলফামারী 2746221917138107383

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item