সৈয়দপুরে খামার সম্প্রসারণের জন্য যুব উন্নয়ন অধিদপ্তরের ঋণের চেক বিতরণ

তোফাজ্জল হোসেন লুতু, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
জাতীয় শোক দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর  উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের উদ্যোগে
প্রশিক্ষিত যুবদের মাঝে খামার সম্প্রসারণে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় আনুষ্ঠানিকভঅবে ওই ঋণের চেক বিতরণ করা হয়।
 জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন প্রশিক্ষিত যুবকের হাতে ঋণের চেক তুলে দেন।
 এতে বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, ভাইস চেয়ারম্যান মো. আজমল হোসন ও নারী ভাইস চেয়ারম্যান মোছা. সানজিদা বেগম লাকী।
 অনুষ্ঠানে সভাপতিত্ব্ করেন, সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস. এম. গোলাম কিবরিয়া।
এতে অন্যান্যদের মধ্যে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. আখতার হোসেন বাদল, পৌর আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) মো. রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক, সৈয়দপুর উপজেলা সহকারি যুব উন্নয়ন অফিসার মো. শহিদুল ইসলামসহ উপজেলা যুব উন্নয়ন অধিদফতরের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 অনুষ্ঠানে প্রশিক্ষিত তিন যুবদের খামার সম্প্রসারণে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।  এদের মধ্যে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর চড়কপাড়ার মো. শামসুজ্জামান শাহিনকে ১ লাখ টাকার, বোতলাগাড়ী ইউনিয়নের সোনাখুলীর মো. কামরুজ্জামানকে ৬০ হাজার এবং মো. হাসমতকে ৪০ হাজার টাকার চেক তুলে দেন।       

পুরোনো সংবাদ

নীলফামারী 4960096558420568019

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item