সমাজের দানশীল ব্যক্তিদের কাছে ১টি ব্যাটারী চালিত রিক্সা কামনা বৃদ্ধ আলতাব মিয়ার

সফিয়ার কাজল,গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি ঃ 
আলতাব মিয়া (৬৮) পেশায় রিক্সাচালক। তার বাড়ি গঙ্গাচড়া উপজেলার কোলকোন্দ ইউনিয়নের দক্ষিণ কোলকোন্দ বাবুপাড়া গ্রামে তিস্তা প্রতিরক্ষা বাঁধের পার্শ্বে খাস জমিতে। দীর্ঘ ৪০ বছর থেকে সে অতি কষ্টে প্যাডেল চালিত রিক্সা চালিয়ে সংসারের খরচ বহন করে আসছে। যান্ত্রিকতার যুগে ব্যাটারীচালিত রিক্সা তৈরি হলেও আশা থাকা সত্ত্বেও টাকার অভাবে একটি ব্যাটারী চালিত রিক্সা ক্রয় করতে পারছে না ভূমিহীন আলতাব মিয়া। তাই বয়সের ভারে নুয়ে পড়লেও তাকে পা দিয়ে প্যাডেল ঘুরিয়ে রিক্সা চালাতে হচ্ছে। সে জানায় তার সংসারে স্ত্রী, কন্যা, নাতি-নাতনিসহ ৬ জন সদস্য রয়েছে। একদিন রিক্সা না চালালে তার পরিবারের সদস্যদের মুখে ভাত যায় না বলে সে অশ্রুসিক্ত নয়নে বলেন আমার ৩ ছেলে রয়েছে। তারা বিয়ে করে নিজেরা ভাড়ায় চালিত অটোরিক্সা চালিয়ে অতিকষ্টে জীবন যাপন করছে। তাদের নানা রকম অভাব-অনটনের কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তারা বাবা-মাকে ভরণপোষন দিতে পারে না বলে আলতাব মিয়া জানায়। তিনি আরো বলেন, ব্যাটারী চালিত রিক্সার গতি বেশি থাকায় যাত্রীরা তার প্যাডেল চালিত রিক্সায় উঠতে চায় না। পরিচিতজনরা তার রিক্সায় চড়লেও তাদের সংখ্যা খুবই কম। দৈনিক রিক্সা চালিয়ে সে ১৫০-২০০ টাকা উপার্জন করে। তা দিয়েই কোন রকমে তার পরিবারের সদস্যদের ভাত জোটে। সে জানায় তার একটি ব্যাটারীচালিত রিক্সা হলে উপার্জন বাড়বে, সেই সাথে তার সংসার চালানো সুবিধা হবে। বৃদ্ধ বয়সে তার একটু কষ্ট লাঘব হবে। তাই তিনি সমাজের দানশীল ব্যক্তিদের নিকট একটি ব্যাটারীচালিত রিক্সা কামনা করেন।

পুরোনো সংবাদ

রংপুর 1771975969173969553

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item