পাগলাপীরে কোতয়ালী থানার ডেঙ্গু প্রতিরোধে -র‌্যালী সমাবেশ

হাবিবুর রহমান সেলিম,পাগলাপীর প্রতিনিধিঃ “নিজ পরিবেশ পরিচ্ছন্ন করি, সবাই মিলে ডেঙ্গু মুক্ত সোনার বাংলার দেশ গড়ি” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে অনুষ্ঠিত হলো ৭ আগষ্ট বুধবার সকাল ১১টায় রংপুরের পাগলাপীরে কোতয়ালী থানা পুলিশের আয়োজনে ডেঙ্গু সচেতনতা ও পরিচ্ছন্ন অভিযান সফলের লক্ষ্যে একটি বিশাল র‌্যালী। র‌্যালীটি পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে সমবেত হয়ে পাগলাপীর বন্দরের হাইওয়ে সড়কের রংপুর পবিস-২ এর সদর দপ্তরের সামন দিয়ে মাহেষ্যপাড়া হয়ে ডালিয়া বুড়িমারী সড়ক হয়ে রংপুর সড়কের ব্র্যাক অফিসের সামন দিয়ে মুলাপাড়া গান্ডারপাড়া হয়ে পানবাজার লাহিড়ীরহাট সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় মসজিদ মাঠে এসে শেষ হয়। কোতয়ালী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম এর নেতৃত্বে ডেঙ্গু সচেতনতা ও পরিবেশে পরিচ্ছন্ন অভিযান র‌্যালীতে অংশগ্রহন করেন অত্র হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন, পাগলাপীর স্কুল ও কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন, গভার্নিং বডির সদস্য আওয়ামীলীগ নেতা কাজল মিয়া, পাগলাপীর কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবু হেনা মোঃ আনোয়ারুল ইসলাম, আদ্্দ্বীন একাডেমীর অধ্যক্ষ আব্দুল গনি, প্রাথমিক শাখার প্রধান আসাফ-উদ-দৌলা লিপ্টন, পাগলাপীর মটর শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক অহেদুল ইসলাম রহেদুল, পাগলাপীর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা ও আহবায়ক হাবিবুর রহমান সেলিম, পাগলাপীর মডেল স্কুল ও কলেজ, অরবিট স্কুল এন্ড কলেজ, স্টার একাডেমী, পাগলাপীর একাডেমী সহ শিক্ষার নগরী পাগলাপীরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, অভিভাবক, কমিটির নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, কোতয়ালী থানা পুলিশের উর্ধ্বতম কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী সহ সমাজের নানান পেশার মানুষ। র‌্যালীর ধারাভার্সে দায়িত্ব পালন করেন আদ্দ্বীন একাডেমীর এ্যাডমিন মোঃ শহিদুল ইসলাম। র‌্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে কোতয়ালী থানার ওসি এবিএম সাজেদুল ইসলাম বাড়ি ঘরের আশপাশ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা প্রতিষ্ঠান সহ বিবিন্ন স্থাপনার আশপাশ ব্যবহৃত ময়লা আর্বজনা, নোংরা কাগজপত্র পুড়ে পরিস্কার পরিচ্ছন্ন ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা হওয়ার পরামর্শ প্রদান করেন। এছাড়াও হরিদেবপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন,পাগলাপীর স্কুল ও কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন ও আদ্দ্বীন একাডেমীর এ্যাডমিন শহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

পুরোনো সংবাদ

রংপুর 1158050752168806679

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item