পার্বতীপুরে আন্তঃনগর ট্রেনের টিকেট সহ টিকেট চোরাকারবারী গ্রেফতার

এম এ আলম বাবলু, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকায় আন্ত:নগর ট্রেনের টিকেট সহ টিকেট চোরাকারবারীকে হাতেনাতে গ্রেফতার করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। আজ সোমবার দুপুরে পার্বতীপুর রেলওয়ে জংশন এলাকার রেলওয়ে পার্ক সংলগ্ন রতন হোটেলের সামনে প্রকাশ্যে আন্ত:নগর ট্রেনের টিকেট বিক্রির সময় ১৪টি টিকেট সহ টিকেট চোরাকারবারী মো: শাহাদত হোসেন চৌধুরী ওরফে টুটুল (৩১) কে গ্রেফতার  করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। সে নীলফামারী জেলা সদরের বারই পাড়া এলাকার মো: আব্দুস সাত্তার চৌধুরীর ছেলে।
পার্বতীপুর রেলওয়ে থানার দায়িত্ব প্রাপ্ত ওসি এস আই আব্দুস সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে টিকেট চোরাকারবারী শাহাদত হোসেনকে আন্ত:নগর, পঞ্চগড় এক্সপ্রেস ও নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ২২টি আসনের ১৪টি টিকেট সহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। সে রেলওয়ে জংশন এলাকায় প্রকাশে টিকেট বিক্রি করছিল। এ ব্যাপারে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে পার্বতীপুর রেলওয়ে থানা মামলা দায়ের  করা হয়েছে। তিনি আরো জানান, গত বৃহস্পতিবার রাত ১০.৪৫ মিনিটে আন্ত:নগর, নীলসাগর এক্সপ্রেস ও একতা এক্সপ্রেস ট্রেনের টিকেট কালো বাজারে বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে ১৪টি আসনের ৫টি টিকেট সহ টিকেট চোরাকারবারি মো: শফিকুল ইসলাম (৪০) কে হাতেনাতে গ্রেফতার করে। সে পার্বতীপুর শহরের রেলওয়ে বাবুপাড়া এলাকার অবসর প্রাপ্ত রেলকর্মচারী বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাকির ছেলে। এ ব্যাপারেও ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের পার্বতীপুর রেলওয়ে থানায় মামল দায়ের করা হয়েছে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 2110716973909430971

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item