পঞ্চগড়ে মেয়ে আসমাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও স্বারকলিপি প্রদান

মুহম্মদ তরিকুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধিঃ ঢাকার কমলাপুর রেলস্টেশনে গত ১৯ আগষ্ট/১৯ সোমবার একটি পরিত্যক্ত রেলের বগিতে পঞ্চগড়ের এক মাদ্রাসাছাত্রী আসমা খাতুনকে (১৭) ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার প্রতিবাদে পঞ্চগড়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। আসমা পঞ্চগড় জেলা সদরের শিংপাড়া এলাকার কনপাড়া গ্রামের ভ্যানচালক আব্দুর রাজ্জাকের দ্বিতীয় মেয়ে।
২৩ আগস্ট/১৯ শুক্রবার সাড়ে ১০টার দিকে পঞ্চগড় শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের দু’পাশে দাঁড়িয়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। ‘বাঁচাও পঞ্চগড়’ নামে একটি সামাজিক সংগঠন উক্ত মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীসহ জেলার নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি সফিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সিনিয়র সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী, জাতীয় পার্টিও সাধারণ সম্পাদক আবু সালেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, সমাজকর্মী আনোয়ারুল ইসলাম খায়ের প্রমূখ।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 7207984302013870023

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item