ঈদের ১৫দিন পেরিয়ে গেলেও চিলাহাটিতে ঢাকা-গামী নীলসাগর ট্রেনের টিকিট উধাও



এ.আই.পলাশ.চিলাহাটি প্রতিনিধিঃ  

নীলফামারী জেলার ডোমার উপজেলার চিলাহাটি থেকে ঢাকাগামী আন্ত-নগর নীলসাগর ট্রেনের টিকিট ঈদের ১৫দিন পেরিয়ে গেলেও বর্তমানে ৪৯৫টাকার টিকিট কালো-বাজারে বিক্রি হচ্ছে ১০০০ হাজার টাকা থেকে ১২০০টাকায়। প্রতিদিন ১০৪জন যাত্রীর জন্য ১০৪টি টিকিট বরাদ্ধ থাকলেও টিকিটি কাউন্টারে বরাদ্ধ ৫৯টি এবং অনলাইনের মাধ্যমে বরাদ্ধ রয়েছে ৪৫টি। তবুও চিলাহাটি রেল স্টেশনের কতৃপক্ষ টিকিট নেই বলে জানান। এক শ্রেণির শিক্ষিত কালো-বাজারিরা কাউন্টরের সাথে যোগ-সাজস করে এবং অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করে সাধারণ যাত্রীদের বিভ্রান্তের মূখে ফেলে দেয়। তখন সাধারণ যাত্রীরা নিরুপায় হয়ে অতিগোপনে ব্লাকারদের কাছ থেকে চরা দামে সেই টিকিট সংগ্রহ করছে। বিশেষ করে ঈদের ১০দিন পর্যন্ত এই কালো-বাজারিদের দৌরত্ত ছিল সবচেয়ে বেশি। তাদের কাছে ৪৯৫টাকার টিকিট ২০০০টাকা, ৯৬০টাকার টিকিট ৩০০০টাকা, ১৭৫৫টাকার টিকিট ৫০০০টাকায় পাওয়া যেত। সাধারণ যাত্রীরা অনলাইনের মাধ্যমে টিকিট সংগ্রহ করার বিষয়টি জানা নেই বলে, শিক্ষিত কালোবাজারিরা অনলাইনের ৪৫টি টিকিট সংগ্রহ করে নিজেদের নিয়ন্ত্রনে রেখে ট্রেনের টিকিটের সংকট তৈরী করেছে। শুধু এই ঈদ মৌসুমে কালো-বাজারিরাই টিকিটের সংকট তৈরী করেনি। এর সঙ্গে জড়িত রেল স্টেশনের কর্তৃপক্ষ। তারাও এই সুযোগের সৎ ব্যবহার করে প্রতিদিন রেল স্টাফের কথা বলে ৮/১০টি টিকিট নিয়ে কালোবাজারিদের কাতারে শামিল হয়েছিল। অপরদিকে, চিলাহাটি থেকে ঢাকাগামী নীলসাগর আন্ত-নগর দিবাকালীন ট্রেনের দাবিতে নীলফামারী জেলার সর্বস্তরের মানুষ মানব-বন্ধন সহ ব্যপক কর্মসূচি চালিয়ে আসছে। বর্তমানে যে ট্রেনটি চিলাহাটি থেকে রাতের বেলা ঢাকা চলাচল করছে তা এই অত্র এলাকার যাত্রীদের চাহিদা পূরন করতে পারছেনা। চিলাহাটি রেল স্টেশন থেকে প্রতিদিন পাশ্ববর্তী পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ের প্রায় ১৫/২০ হাজার মানুষ এই আন্ত-নগর ট্রেনটির উপর নির্ভরশীল। তাই এই পথে আরেকটি দিবাকালীন ট্রেন চালু হলে এলাকার মানুষের কিছুটা স্বস্তি পাবে।


পুরোনো সংবাদ

নীলফামারী 6866054823463126610

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item