কুড়িগ্রামে প্রতিবন্ধিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ

হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: 
কুড়িগ্রামে প্রতিবন্ধিদের মাঝে হুইলচেয়ার, সাদাছড়ি, স্টান্ডিং ফ্রেম, এলবো ক্রাচ, অঙ্গিলারি ক্রাচ, স্পেসিয়াল সিট, টয়লেট চেয়ার বিতরণ করা হয়েছে।
গতকাল সকালে হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল কার্যালয়ে সংস্থাটির ‘প্রতিবন্ধি সহায়ক দারিদ্রতা উত্তরণ প্রকল্পের’ উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।

এ সময় কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. আমিনুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের ডেপুটি ডিরেক্টর রোকোনুল ইসলাম, ইউএইচএফপিও ডা. সুভাষ চন্দ্র, সদর সমাজসেবা কর্মকর্তা শরিফুল ইসলাম, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি আহসান হাবিব নীলু এবং হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনালের ফিল্ড কো-অর্ডিনেটর পংকজ পাল, প্রোজেক্ট ম্যানেজার আবুবকরসহ অনেকে উপস্থিত ছিলেন।
সংস্থার কর্মকর্তারা জানান, প্রতিবন্ধকতা দুর করতে ও চলাচলের ক্ষমতা বাড়ানোর মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক অংশগ্রহণ এবং ক্ষমতায়নের উদ্দেশ্যে জেলার ৬১ জন প্রতিবন্ধিকে চাহিদা অনুযায়ী ১৭ ধরণের ৮১টি সহায়ক উপকরণ বিতরণ করা হয়।

হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল ডিএফআইড এর আর্থিক সহযোগিতায় জেলার সদর ও উলিপুর উপজেলায় প্রতিবন্ধি সহায়ক দারিদ্রতা উত্তরণ প্রকল্পের মাধ্যমে এক হাজার দুইশত ৯৭ প্রতিবন্ধি পরিবারের দারিদ্রতা বিমোচনে জীবিকায়ন, আয়বর্ধনমূলক কর্মকান্ড, স্বাস্থ্য, পূনর্বাসন, দূর্যোগ ঝুঁকি হ্রাসসহ সার্বিক দিক নিয়ে কাজ করে আসছে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 5992305694179754955

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item