নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন
https://www.obolokon24.com/2019/08/kurigram_26.html
হাফিজুর রহমান হৃদয়, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইউনিয়নবাসী। সোমবার বেলা ১২টায় নাগেশ্বরী বাসস্ট্যান্ডে এ কর্মসূচীতে অংশ নেয় ইউনিয়নের কয়েক হাজার মানুষ। এর আগে রায়গঞ্জ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে আসেন তারা।
এখানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনজু সওদাগর, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু সওদাগর, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, উপজেলা যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা বিলকিছ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শামীম আহমেদ প্রমুখ। পরে ইউএনও বরাবর স্মারকলীপি দেন বিক্ষোভকারীরা।
গত ৩১ জুলাই উপজেলা পরিষদের মাসিক সমন্বয় মিটিং-এ রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ.স.ম আব্দুল্যাহ আল ওয়ালিদ মাসুম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকারের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরবর্তীতে বিষয়টি মীমাংসা হলেও চীফ জুডিসিয়াল আদালতে চেয়ারম্যান মাসুমের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান ও হত্যা চেস্টার অভিযোগ তুলে মামলা দায়ের করেন মৎস্য কর্মকর্তা।
এখানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনজু সওদাগর, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক টিপু সওদাগর, জেলা পরিষদ সদস্য মাসুদা ডেইজি, উপজেলা যুব লীগের মহিলা বিষয়ক সম্পাদক শাহিনা বিলকিছ, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি শামীম আহমেদ প্রমুখ। পরে ইউএনও বরাবর স্মারকলীপি দেন বিক্ষোভকারীরা।
গত ৩১ জুলাই উপজেলা পরিষদের মাসিক সমন্বয় মিটিং-এ রায়গঞ্জ ইউপি চেয়ারম্যান আ.স.ম আব্দুল্যাহ আল ওয়ালিদ মাসুম ও উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা সরকারের মধ্যে বাক-বিতন্ডা হয়। পরবর্তীতে বিষয়টি মীমাংসা হলেও চীফ জুডিসিয়াল আদালতে চেয়ারম্যান মাসুমের বিরুদ্ধে সরকারি কাজে বাধা প্রদান ও হত্যা চেস্টার অভিযোগ তুলে মামলা দায়ের করেন মৎস্য কর্মকর্তা।