জলঢাকা উপজেলা প্রশাসনের ডেঙ্গু প্রতিরোধে "পরিছন্ন জলঢাকা" কর্মসুচি পালন

মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ "নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারীর জলঢাকা উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও সকল স্থান পরিস্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে "পরিচ্ছন্ন জলঢাকা" অভিযান কর্মসূচী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে শহর প্রদক্ষিন শেষে "পরিচ্ছন্ন জলঢাকা" অভিযান কর্মসূচীতে অংশ নেয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর, উপজেলা নির্বাহী অফিসার সুজাউদ্দৌলা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ময়নুল হক, ইউপি চেয়ারম্যান কামরুল আলম কবির, ইউএসএস এর আব্দুর রহিম প্রমুখ। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ করতে হবে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধ করতে হবে। এজন্য আমাদের সকলকে বাড়ীর আশেপাশের ঝোপঝাড়, ময়লা আবর্জনা ও জমানো পানি পরিষ্কার করাসহ এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। উপজেলা প্রশাসনের আয়োজনে পরিছন্ন জলঢাকা অভিযান কর্মসুচি সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত চলে। এছাড়াও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক পর্যায়ে স্কুল,কলেজ,মাদ্রাসাসহ সকল প্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিস্কার পরিচ্ছন্ন করার লক্ষ্যে পরিচ্ছন্ন জলঢাকা অভিযান কর্মসূচী পরিচালনা করা হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের পরিছন্ন জলঢাকা অভিযান কর্মসুচিতে অংশগ্রহন করে। কর্মসুচিতে সর্বস্তরের কর্মকর্তা কর্মচারি, জনপ্রতিনিধি, শিক্ষক শিক্ষার্থী ও সাধারন মানুষ অংশগ্রহন করে।

পুরোনো সংবাদ

নীলফামারী 8290654518311554081

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item